তিরুঅনন্তপুরম: ইরফান খানের জীবনের শেষ দিনগুলিতে তাঁর সঙ্গে অভিনয়ের সৌভাগ্য হয়েছিল দুই মালয়ালি তারকা দালকিয়ার সলমন ও পাবর্তী থিরুভোথুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা স্মরণ করলেন অসাধারণ প্রতিভাবান এই অভিনেতাকে।

দালকিয়ার নিজেই বারবার জানিয়েছেন, তিনি ইরফানের ফ্যান। তাঁর প্রথম বলিউডি ছবি কারবাঁ-য় ইরফানের সঙ্গে কাজ করেন তিনি। ইনস্টাগ্রামে শ্যুটিংয়ের কিছু ছবি পোস্ট করেছেন দালকিয়ার, সঙ্গে লিখেছেন, ভুলতে পারছি না। আপনি অসামান্য প্রতিভা, লিভিং লেজেন্ড, আন্তর্জাতিক তারকা। অথচ কারবাঁ-য় আমাদের সকলের সঙ্গে আপনি কী স্বাভাবিকভাবে ব্যবহার করেন। আপনার চারিত্রিক বৈশিষ্ট্যই আমাদের সকলকে এক পরিবারের করে তুলেছিল। আপনার সহানুভূতি, বুদ্ধির ঝলক, চার্ম, কৌতূহল, অনুপ্রেরণা সব কিছু আনন্দের ছিল। আমি টানা আপনাকে দেখে গিয়েছি একজন ছাত্র এবং অনুরাগী হিসেবে। আপনার জন্যই শ্যুটিংয়ের সারাক্ষণ আমি হাসছিলাম, হাসি মুছতে কষ্ট হচ্ছিল, আর আপনার দিকে তাকাচ্ছিলাম অসম্ভব মুগ্ধতা নিয়ে। জবাবে হাসছিলেন আপনিও। পৃথিবীর দিকে চেয়ে সেই খুশির হাসি, যেন সারাক্ষণ তা আপনাকে অবাক করছে। এবাবেই আপনাকে বরাবর মনে রাখব আমি।


পার্বতীও তাঁর প্রথম বলিউডি ছবি করিব করিব সিঙ্গল-এ অভিনয় করেন ইরফানের সঙ্গে। শ্যুটিংয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। লিখেছেন, সেই চির কৌতূহলী শিল্পী সত্ত্বার জন্য যা খণ্ড থেকে বিশ্ব তৈরি করে, সেই সৃষ্টির আনন্দে সহ অভিনেতাদের যুক্ত করার জন্য, ছোটখাটো ভুলের দায় নেওয়ার জন্য, আপনার অপরিসীম সহানুভূতির জন্য, সব সময় বিশ্বাস রাখার জন্য, “এ তো সবে শুরু!” আপনার স্মৃতিতে ইরফান।