তিরুঅনন্তপুরম: আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। আজ কেরলের তিরুঅনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পঞ্চম একদিনের ম্যাচ শুরু হওয়ার আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দ্রাবিড়কে সম্মান জানানো হয়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের অপর এক প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন দ্রাবিড়। তাঁর আগে কিংবদন্তী স্পিনার বিষেণ সিংহ বেদী, কপিল দেব, গাওস্কর ও এই সম্মান পেয়েছেন। তাঁদের সঙ্গে একাসনে বসার পর দ্রাবিড় বলেছেন, ‘আইসিসি আমাকে ক্রিকেট হল অফ ফেমে জায়গা দেওয়ায় সম্মানিত বোধ করছি। সর্বকালের সেরাদের তালিকায় নিজের নাম দেখা সবারই স্বপ্ন থাকে। এই স্বীকৃতি পেলে সবারই ভাল লাগে।’