প্যারিস: বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছেন মঙ্গলবারই। আর বুধবারই প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন আর্জেন্তাইন সুপারস্টার। দলকে চ্যাম্পিয়ন করার জন্য নিজেকে নিংড়ে দেবেন বলেও জানান মেসি। এদিন সাংবাদিক বৈঠকে এসে মেসি বলেন, 'ঐতিহ্যশালী ক্লাব। এই ক্লাবও নিজেদের লক্ষ্যে স্থির। আমিও এসেছি একটা লক্ষ্য নিয়েই। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতাতে চাই আমি। আমার স্বপ্ন যাতে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারি। আর আমার মনে হয় এখান থেকেই সেই কাজটা আমি করতে পারব।'


কোপা আমেরিকার ফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন মেসি। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোপাও জিতেছেন। কিন্তু এরপর থেকে ছুটিতে চলে গিয়েছিলেন। তাহলে আবার কবে দেখা যাবে মেসিকে মাঠ? আর্জেন্তাইন সুপারস্টার বলেন, 'অনেকদিন ধরেই খেলার বাইরে আমি। মাঠে নামার আগে প্রি সিজন ট্রেনিং করতে হবে। কোচও হয়ত ভাল বলতে পারবে যে আমি কবে পিএসজির জার্সিতে অভিষেক করতে পারব।'


গত রবিবার বার্সায় নিজের শেষ সাংবাদিক বৈঠক করেছিলেন মেসি। সেখানে বিদায়ী ভাষণে কেঁদে ফেলতে দেখা গিয়েছিল আর্জেন্তাইন সুপারস্টারকে। সেই প্রসঙ্গে এদিন মেসি বলেন, 'বার্সার প্রতি সবসময় আমি কৃতজ্ঞ থাকব। সেখানে আমি একজন বালক হিসেবে গিয়েছিলাম। এরপর থেকে অনেক খারাপ ও ভাল সময় একসঙ্গে কাটিয়েছি।' 


মঙ্গলবার সকাল থেকেই ফরাসি সংবাদমাধ্যম দাবি করে যে, পিএসজি-তেই খেলবেন মেসি। ফ্রান্সের প্রথম সারির সংবাদমাধ্যমে বলা হয়, ফরাসি লিগের দল প্যারিস সাঁ জারমাঁতে ২ বছরের চুক্তিতে সই করতে রাজি হয়ে গিয়েছেন মেসি। আর্জেন্তিনার মহাতারকা শীঘ্রই পৌঁছতে পারেন প্যারিসে। মঙ্গলবার এমনটাই জানায় ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। বলা হয়, ভারতীয় মুদ্রায় প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় তিনি সই করতে চলেছেন পিএসজিতে। দুই বছরের জন্য এই চুক্তি হওয়ার সম্ভাবনা। তার কিছুক্ষণের মধ্যেই মেসি প্যারিসে পৌঁছে যান।


বার্সেলোনা ছাড়ার পর মেসির পিএসজি-তেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা যাচ্ছিল। প্রাক্তন সতীর্থ নেমারের সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন মেসি। সেই সঙ্গে ফরাসি লিগের এই ক্লাবে রয়েছেন আর্জেন্তিনা দলে মেসির সতীর্থ তথা কোপা আমেরিকা ফাইনালে গোল করে দেশকে ট্রফি এনে দেওয়া অ্যাঙ্খেল দি মারিয়াও।