নয়াদিল্লি: প্রত্যেক সাফল্যের পিছনে রয়েছে লড়াই ও অধ্যাবসায়ের কাহিনী। ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্যও এর ব্যতিক্রম নন। ভারতীয় ড্রেসিংরুমে তিনি তাঁর জায়গা পাকা করেছেন। গত তিন বছরে ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-তিন বিভাগেই নিজের দক্ষতা মেলে ধরেছেন তিনি।
সাফল্যের সোপান বেয়ে জীবন ও কেরিয়ারের সাফল্যের তুঙ্গে উঠেছেন হার্দিক। কিন্তু ২৫ বছরের হার্দিক ভোলেননি তাঁর লড়াইয়ের দিনগুলির কথা। সেই সময়কার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, স্বপ্ন সত্যি হয়েছে।





শুক্রবার সকালে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন।ছবিতে তাঁকে ট্রাকের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। হার্দিক জানিয়েছেন, তাঁর বেড়ে ওঠার দিনগুলিতে এভাবেই তিনি স্থানীয় ম্যাচ খেলতে যেতেন।
হার্দিক লিখেছেন, ওই দিনগুলিতে তিনি ট্রাকে চড়ে স্থানীয় ম্যাচ খেলতে যেতেন, যা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। তিনি বলেছেন, এখনও পর্যন্ত দারুণ একটা যাত্রা। এই খেলাকে খুব ভালোবাসি।
এর আগে সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দিতে গিয়ে তাঁর লড়াইয়ের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তাঁর বাবাকে প্রচুর আত্মত্যাগ করতে হয়েছে। এমনকি, তাঁকে ও তাঁর দাদা ক্রুণালকে ক্রিকেট কোচিং দিতে অন্য শহরেও বাসা বদল করতে হয়েছে। ওই সময় ট্রেনে যাতায়াত করতেন তিনি। তখন টাকাপয়সার অভাব থাকার কথাও জানিয়েছিলেন হার্দিক।