গ্রেফতারি এড়াতে এর আগে বারাসাতের সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন রাজীব। শুনানির এক্তিয়ার নেই বলে ওই মামলা আলিপুর আদালতে পাঠায় বারাসাত কোর্ট। গতকাল জানায় আলিপুর আদালত বলেছিল, উচ্চ আদালতের নির্দেশ এবং ফৌজদারী কার্যবিধি অনুযায়ী তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতার করতে অসুবিধা নেই।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের আইপিএস আবাসনে গিয়ে সিআরপিসি-র ১৬০ নম্বর ধারায় রাজীব কুমারকে হাজিরার জন্য নোটিস দিয়ে আসে সিবিআই।শুক্রবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে।