এবারের আইপিএল-এ ডিআরএস ব্যবহার করা হবে, জানালেন রাজীব শুক্ল
Web Desk, ABP Ananda | 21 Mar 2018 09:28 PM (IST)
ফাইল ছবি
মুম্বই: আসন্ন আইপিএল-এ ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আজ সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। তিনি বলেছেন, ‘অনেক বছর ধরেই ডিআরএস ব্যবহার নিয়ে আলোচনা চলছিল। এবারের আইপিএল-এ ডিআরএস ব্যবহার করা হবে। একটি ইনিংসে কোনও দল একবারই ডিআরএস ব্যবহার করতে পারবে।’ বাংলার পেসার মহম্মদ শামি এবারের আইপিএল-এ খেলতে পারবেন কি না, এই প্রশ্নের জবাবে শুক্ল বলেছেন, ‘নীরজ কুমারের নেতৃত্বে আমাদের দুর্নীতি দমন শাখা এ বিষয়ে তদন্ত করছে। আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছি। আশা করি দ্রুত রিপোর্ট পেয়ে যাব। শামির ব্যক্তিগত জীবন নিয়ে আমারা চিন্তিত নই। নীরজ কুমার তদন্ত করছেন। তিনি তদন্ত রিপোর্ট দিলেই আমরা ব্যবস্থা নেব।’