নয়াদিল্লি: পাকিস্তানের ক্রিকেট দলের অলরাউন্ডার শাদাব খানের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ আশরীনা সাফিয়া নামে দুবাইয়ের এক তরুণীর। সাফিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে পাক টেস্ট দলের প্রথম সারির খেলোয়াড় শাদাবের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ এনেছেন। পাক লেগ স্পিনারের আচরণ সর্বসমক্ষে নিয়ে আসতেই তিনি এই পোস্ট করেছেন বলে দাবি করেছেন সাফিয়া।
পোস্টে সাফিয়া বলেছেন,  পাক ক্রিকেটারের সঙ্গে প্রেমের  সম্পর্ক ছিল না। তিনি  জানিয়েছেন, ২০১৯-র মার্চ থেকে শাদাবের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তাঁর। ইংল্যান্ডে গত বছরের বিশ্বকাপের সময় থেকে তাঁদের সম্পর্ক গভীর হয়। সাফিয়া জানিয়েছেন, শাদাব যে সমস্ত টি ২০ লিগে খেলতেন, সেখানে থাকতে নিজের খরচায় বিভিন্ন দেশে তিনি গিয়েছিলেন। এরইমধ্যে এক পাক সাংবাদিক যুগলের ছবি তুলে সংবাদমাধ্যমে তা দিয়েছিলেন। এরপর থেকেই শাদাব তাঁকে সম্পর্কের জল্পনা নিয়ে কোনও কথা জানালে তাঁর নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেন বলে সাফিয়ার অভিযোগ।
সাফিয়া বলেছেন, কোনও কিছু প্রাপ্তির জন্য তাঁর এই পোস্ট নয়। কিন্তু যদি এর মাধ্যমে কোনও একজন মেয়কে সাহায্য করতে পারি, সেটাই উদ্দেশ্য। দুবাইয়ে আসার পর অনেক কিছুরই মুখোমুখি হতে হয়েছে। শাদাবই প্রথম কেউ, যাকে আমি এতটা গভীরভাবে মিশেছিলাম। এখনও পুরো বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে। আইনি কারণে এর চেয়ে বিস্তারিত কিছু জানাতে পারছি না।
নিজের দাবির স্বপক্ষে সাফিয়া শাদাবের সঙ্গে তাঁর অনলাইন চ্যাটের কিছু স্ক্রিনশট এবং কিছু ছবি ও ভিডিও-ও পোস্ট করেছেন।