কলকাতা: তিন বছর পর ফের ইস্টবেঙ্গলে ডুডু ওমাগবেমি। আই লিগে খেলবেন লাল-হলুদ জার্সি পরে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার চার্লসের বদলি হিসেবে ডুডুকে নিল ইস্টবেঙ্গলে। কাল থেকেই অনুশীলনে নামছেন লাল-হলুদের নতুন বিদেশি।


আজ দুপুরে কলকাতায় পা রাখেন নাইজেরিয়ান স্ট্রাইকার ডুডু। ইস্টবেঙ্গল দল আজ সকালেই উড়ে গিয়েছে আইজলের উদ্দেশে। আর তার ৩ ঘন্টা পরেই শহরে এলেন ডুডু। ডার্বির উত্তাপ শনিবার থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি শুরু হওয়ায়। আর রবিবার ইস্টবেঙ্গল শিবিরে নতুন অস্ত্র আসার পর ডার্বি পেল নতুন মাত্রা।

ডুডু শেষবার ডার্বি খেলেছিলেন মোহনবাগান জার্সিতে। ঘরোয়া লিগের ডার্বিতে সবুজ-মেরুন জার্সিতে তাঁর লাল কার্ড দেখা এখনও মনে রেখেছে ময়দান। সেই দুঃস্বপ্ন আর মনে রাখতে চান না ডুডু। কলকাতায় এসে তাঁর দাবি, ‘ডার্বি সবসময়ই আলাদা। ডার্বিতে কী হবে, সেটা কেউই বলতে পারে না। সেই ডার্বিতে কী হয়েছিল, তা এখন অতীত হয়ে গিয়েছে। নতুন বছর, নতুন ডার্বি। এই ম্যাচে আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত।’