কলকাতা: মরসুমের প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে দুই দুইবার এগিয়ে গিয়েও শেষমেশ ৯৫ মিনিটের গোলে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে বুধবার (২৪ অগাস্ট) আরেক আইএসএল দল মুম্বই সিটির (Mumbai City FC) মুখোমুখি হচ্ছে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল। সন্ধ্যা ছ'টায় যুবভারতীতে মুখোমুখি হচ্ছে দুই মরসুম আগে আইএসএল ফাইনালে মুখোমুখি হওয়া এই দুই দল।
চিন্তায় ফেরান্দো
এটিকে মোহনবাগান ২-৩ হার দিয়ে ডুরান্ড কাপের (Durand Cup) শুরুটা করলেও, মুম্বই সিটি কিন্তু নৌসেনাদের বিরুদ্ধে ৪-১ জয় দিয়ে টুর্নামেন্টে শুরু করেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বই সিটিদের নিয়ে তৈরি ডুরান্ড কাপের ‘বি’ গ্রুপকে 'গ্রুপ অফ ডেথ' বলেই মনে করা হচ্ছে। সেখানে এখনও অবধি সুবজ-মেরুন বাদে বাকি সবকয়টি দলই পয়েন্টের খাতা খুলে ফেলেছে। তাই আজ যদি সবুজ-মেরুন নিজেদের ম্যাচ জিততে না পারে, তাহলে তাদের পক্ষে নকআউট পর্বে পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে যাবে। সুতরাং, নিঃসন্দেহে ফেরান্দোর দলের জন্য এটি মরণ বাঁচন ম্যাচ। এই ম্যাচের আগে গোলের সামনে দলের ফিনিশং ভাবাচ্ছে ফেরান্দোকে।
ম্যাচের আগের দিন সবুজ-মেরুন কোচ বলেন, 'প্রথম ম্যাচ হেরে আমার কষ্ট হলেও, হতাশ হইনি। কারণ, ওই ম্যাচে আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছিলাম। ওই গোলগুলি হলে হয়তো খেলার ফল ৭-১ বা ৬-০ হত। যে গোলগুলো আমরা খেয়েছি, সেগুলিও সামান্য ভুলের জন্য। নিঃসন্দেহে আমাদের ফিনিশিং আরও ভাল করতে হবে। (মুম্বই সিটির বিরুদ্ধে) গোল করার সুযোগ অবশ্যই আসবে, তবে সেগুলিকে আমাদের নির্ভুলভাবে কাজে লাগাতে হবে। রক্ষণের দিকটাও খেয়াল রাখতে হবে। গত দুইদিনে আমরা অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলিই শুধরানোর চেষ্টা করেছি।'
হার দিয়ে শুরু এটিকে মোহনবাগানের
ডুরান্ড কাপে যুবভারতীতে রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজই নিজেদের মরসুম শুরু করে এটিকে মোহনবাগান। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করেও শেষমেশ ৯৫ মিনিটের গোলে খালি হাতে মাঠ ছাড়তে হল সবুজ-মেরুনকে। ৩-২ স্কোরলাইনে এটিকে মোহনবাগানকে হারাল রাজস্থান। মোহনাবগানের হয়ে কিয়ান নাসিরি ও আশিক কুর্নিয়ান গোল করেন। বক্তুর, রামসাঙ্গার ও গাইমার গোল করেন রাজস্থানের হয়ে।
আরও পড়ুন: ডুরান্ডের প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের