কলকাতা: একদিকে যখন শনিবারের ডার্বি ঘিরে ময়দান সরগরম, টিকিটের জন্য হাহাকার চলছে, ডুরান্ড কাপে (Durand Cup 2023) অন্যদিকে তখন স্বস্তির জয় ছিনিয়ে নিল কলকাতা ফুটবলের আর এক প্রধান মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। ভারতীয় নৌবাহিনীকে ২-১ গোলে হারাল সাদা-কালো শিবির। ডুরান্ড কাপে প্রথম ম্যাচে পরাজয়ের পর অবশেষে জয়ের সরণিতে ফিরল তারা।


ডেভিডের গোলে চলতি ডুরান্ড কাপের প্রথম ম্যাচ জিতল মহমেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে ভারতীয় নৌবাহিনীকে সাদা কালো ব্রিগেড ২-১ গোলে হারাল। ইন্ডিয়ান নেভি দলে বলার মতো ফুটবলার ছিলেন পিন্টু মাহাতো আর একসময় মোহনবাগানে খেলে যাওয়া পি এম ব্রিটো।


মহমেডান প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে হেরেছিল ৩-১ গোলে। তাই বেশ চাপে পড়ে গিয়েছিল তারা। কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাদের শুক্রবারের ম্যাচ বড় ব্যবধানে জিততেই হতো। তিন শূন্য বা আরও বেশি গোলে। তেমন ভাবেই এদিনের খেলা শুরু করেছিল মহমেডান। কিন্তু প্রথম দিকে গোল করতে ব্যর্থ হয় মহমেডান।


ম্যাচের ১০ মিনিটের মাথায় ডেভিডের কাছে গোল করার সুযোগ চলে এসেছিল। গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে রাখতে পারলেই হতো। অল্পের জন্য শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর মিরজালল কাসিমভের পাস পেয়ে নৌবাহিনীর রক্ষণ ভেঙে এগিয়ে গিয়েছিলেন বিকাশ সিংহ। তিনিও গোল করতে পারেননি।


নৌবাহিনীও একটি সুযোগ পেয়েছিল। মহমেডানের গোলকিপার জংতেকে এগিয়ে আসতে দেখে তাঁর মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে গোল করতে চেয়েছিলেন ইনায়াত। সেই প্রয়াস সফল হয়নি। প্রথমার্ধের শেষের দিকে মহমেডানের অ্যালেক্সিস গোমেজের একটি ফ্রি কিক থেকে শট লাগে ক্রসবারে, সুযোগ হাতছাড়া হয় সাদা কালো ব্রিগেডের।


দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন ডেভিড। ম্যাচের ৫০ মিনিটে ডেভিডের গোলে এগিয়ে যায় মহমেডান। ম্যাচের ৭০ মিনিটে রামসঙ্গা ২-০ করেন। মহমেডান যখন ব্যবধান বাড়ানোর জন্য লড়াই করছে তখন অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন পি এম ব্রিটো। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে। পরের ম্যাচে মহমেডানের সামনে জামশেদপুর এফসি। শেষ আটে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে সাদা-কালো ব্রিগেডকে।


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial