কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে দুরমুশ করে নিজেদের অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টে সবুজ মেরুনের বিজয়রথ তড়তড়িয়ে ছুটছে। সোমবার, আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসির বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Punjab FC) ২-০ জয় পেল আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। সুবজ মেরুনের হয়ে গোল করেন হুগো বুমো, আরেকটি আত্মঘাতী গোল করেন পাঞ্জাব ডিফেন্ডার মেলরয়।


ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণ শানাতে শুরু করে সবুজ মেরুন। বল দখলের লড়াইয়ে মোহনবাগান এগিয়ে থাকলেও, প্রতিপক্ষ রক্ষণকে তেমনভাবে চাপে ফেলতে পারছিল না আইএসএল চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৯তম মিনিটে পাঞ্জাব গোলরক্ষক এবং ডিফেন্ডারের ভুল বোঝাপড়ায় মোহনবাগান গোলের একটি সুযোগ পায় বটে, কোনওক্রমে মনবীরের ক্রস থেকে বিপদ এড়াতে সক্ষম হয় পাঞ্জাব। কিন্তু তিন মিনিট পরেই সেই মনবীরের ক্রস থেকেই প্রথম গোল পায় সবুজ মেরুন। ডান দিক থেকে মনবীরের ক্রস ক্লিয়ার করতে গিয়ে পা পিছলে মেলরয় নিজের জালেই বল জড়িয়ে দেন।


তবে এক গোল খেলেও পাঞ্জাব রক্ষণ ধীরে ধীরে মজবুত হয়ে উঠে এবং মোহনবাগানের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। ১-০ স্কোরলাইনেই প্রথমার্ধ শেষ হয়। আক্রমণবিভাগে উইং ধরে কিছু সুযোগ তৈরি করার চেষ্টা করলেও সবুজ মেরুন রক্ষণকে তেমন চাপে ফেলতে ব্যর্থ হয় পাঞ্জাবের আক্রমণবিভাগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান নিজেদের ব্যবধান দ্বিগুণ করতে সক্ষম হয়। লিস্টন কোলাসো এবং পেত্রাত্রোসের মধ্যে ওয়ান-টুয়ের পর বল ক্রস করা হয়। পাঞ্জাব গোলরক্ষক বল দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন এবং তা চলে যায় বুমোর পায়ে। সহজেই জালে বল জড়িয়ে দেন বুমো।


দুই গোলে পিছিয়ে পড়ার পরপরই পাঞ্জাব ম্যাচে নিজেদের সবথেকে বড় সুযোগ পায়। জুয়ান মেরার শট ৪৯ মিনিটে মোহনবাগান পোস্টে লেগে ফিরে আসে। ৫৬ মিনিটে মাজকেনের জোরাল শট দুরন্তভাবে বাঁচিয়ে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। ম্যাচ যত গড়ায় পাঞ্জাব ততই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে। তবে গোলের হদিশ পায়নি তারা। শেষমেশ মোহনবাগানের পক্ষে ২-০ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: নাইজিরিয়াকে টাইব্রেকারে হারিয়ে মহিলা বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড