নয়াদিল্লি: ৩৬ বছর পরে ফের অলিম্পিকের ১০০ মিটার দৌড়ে থাকবেন একজন ভারতীয় মহিলা। শনিবার রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন দ্যুতি চাঁদ। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন কিংবদন্তি পিটি উষা। তারপর এই প্রথম এই ইভেন্টে থাকছেন একজন ভারতীয় মহিলা।

 

এদিন কাজাকস্তানের অলমাতিতে ২৬তম জি কসানভ মেমোরিয়াল মিটে রুপো পাওয়ার মাধ্যমে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন ২০ বছরের দ্যুতি। তিনি হিটে সময় করেছিলেন ১১.৩০ সেকেন্ড। ফাইনালে আরও জোরে দৌড়ে ১১.২৪ সেকেন্ডে ১০০ মিটার সম্পূর্ণ করেন তিনি। অলিম্পিকের যোগ্যতা অর্জন করার জন্য ১১.৩২ সেকেন্ডে দৌড় শেষ করার দরকার ছিল। তার চেয়ে কম সময়ই করেছেন দ্যুতি।

 

ওড়িশার এই অ্যাথলিট গত এপ্রিল মাসে ফেডারেশন কাপে ১১.৩৩ সেকেন্ড সময় করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড উন্নত করলেন তিনি।

 

২০১৪ সালে লিঙ্গ সংক্রান্ত বিতর্ক জড়িয়ে পড়েছিলেন দ্যুতি। তিনি কমনওয়েলথ গেমসের দল থেকে বাপ পড়েন। তাঁকে নির্বাসিতও করা হয়। সেখান থেকে ফিরে এসে সোজা অলিম্পিক। স্বভাবতই খুশি এই অ্যাথলিট। এবার দেশকে রিও থেকে পদক এনে দিতে চান তিনি।