দুবাই: শনিবার থেকে শুরু হচ্ছে টি-২০ ধামাকা। আবু ধাবিতে প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই। এই ম্যাচেই নয়া রেকর্ড গড়তে পারেন ধোনির সতীর্থ ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। তিনি প্রাক্তন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে টপকে দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়ার মুখে। অশ্বিন এবার খেলবেন দিল্লির হয়ে। আর তিনটি উইকেট নিলেই তাঁকে টপকে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ব্র্যাভোর দখলে চলে যাবে।
সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে আপাতত কোয়ারেন্টিনে আছেন ব্র্যাভো। তিনি এবারও চেন্নাইয়ের হয়ে ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি। এখনও পর্যন্ত ১০৩ ম্যাচে ১১৮ উইকেট নিয়েছেন এই ক্যারিবিয়ান তারকা। অশ্বিন ১২১ ম্যাচে ১২০ উইকেট নেন। তাঁকে টপকে যাওয়ার পাশাপাশি এই প্রতিযোগিতায় সবমিলিয়ে ১৫০ উইকেট নেওয়া থেকেও আর ৩ উইকেট দূরে ব্র্যাভো। তিনি এখনও পর্যন্ত ১৪৭টি উইকেট নিয়েছেন। ২০১৩ মরসুমে তিনি ৩২টি উইকেট নিয়েছিলেন, যা এই প্রতিযোগিতার কোনও একটি মরসুমে যে কোনও দলের হয়েই সর্বোচ্চ।
সম্প্রতি টি-২০ ফর্ম্যাটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ব্র্যাভো। মুম্বইয়ের হয়ে তাঁর রেকর্ড দারুণ। রোহিতের দলের বিরুদ্ধে তিনি এখনও পর্যন্ত ১৯ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে অন্য কোনও বোলার এত উইকেট নিতে পারেননি। গত মরসুমে একটি ম্যাচে একাই মুম্বইকে হারিয়ে দেন ব্র্যাভো। এবারও তিনি ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি।
অশ্বিনকে টপকে নয়া নজির গড়ার মুখে ব্র্যাভো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Sep 2020 11:55 PM (IST)
সম্প্রতি টি-২০ ফর্ম্যাটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ব্র্যাভো।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -