কলকাতা: শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের (East Bengal Club) দ্বিতীয় বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা (Alex Lima) ৷ শুক্রবার সকাল সোয়া ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে তাঁর বিমান ৷ লিমা দলে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত লাল-হলুদ ভক্তরা।


আগের মরসুমে জামশেদপুর এফসি-র হয়ে খেলেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ৷ এর আগে গত শনিবার সকালে কলকাতায় এসেছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকৌ ৷ শুক্রবার সকালে অ্যালেক্স লিমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন লাল-হলুদ সমর্থক ৷ ছিলেন ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার।


গত শুক্রবার রাতে পাঁচ বিদেশি ফুটবলারকে সই করানোর কথা জানানো হয় ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ৷ তার ঠিক পরের দিনই কলকাতায় চলে আসেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকৌ ৷ আর এদিন সকালে শহরে এসেছেন মিডফিল্ডার অ্যালেক্স লিমা ৷ এই মরসুমে মিডফিল্ডার অ্যালেক্স লিমা, ডিফেন্ডার ইভান গঞ্জালেস, স্ট্রাইকার ক্লেইটন সিলভা এবং ব্রাজিলিয়ান ইলিয়ান্দ্রোকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷ পাশাপাশি দলে রয়েছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকৌ ৷ বাকি তিন বিদেশি ফুটবলারও রবিবারের মধ্যে কলকাতায় চলে আসবেন বলে ইস্টবেঙ্গল সূত্রে জানানো হয়েছে ৷


আরও জানা গিয়েছে যে, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশিও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফা নির্বাসন করলেও, বিদেশি ফুটবলারদের আইএসএল এবং আই লিগের দলগুলির সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না ৷ প্রতিশ্রুতিমান ফরওয়ার্ড হিমাংশু জারাংকে দলে নিয়েছে লাল-হলুদ ৷ অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিমাংশু জারাং ৷


বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি সংক্রান্ত সমস্যা মিটিয়ে অনেক দেরিতেই দল তৈরি করতে নেমেছিল ইস্টবেঙ্গল ৷ তবে যতটা সম্ভব ভালো দল গড়তে চাইছে লাল-হলুদের নতুন বিনিয়োগকারী সংস্থা ইমামি ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই মরসুমে সময় কম থাকায় খুব শক্তিশালী দল তৈরি করা হয়তো সম্ভব হবে না ৷ তবে, আগামী বছর তারা আরও গুছিয়ে দলবদলে অংশ নেবে ৷


আগামী ২৮ অগাস্ট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল ৷ তার আগে যদিও ডুরান্ড কাপে আরও দু’টি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড ৷ ২২ অগাস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল ৷ তার পর ২৫ অগাস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধেই দ্বিতীয় ম্যাচ খেলবে স্টিভেন কনস্টানটাইনের দল ৷ এর পরেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ইস্টবেঙ্গলের ৷ যা নিয়ে এখন থেকেই সমর্থকদের মধ্যে উন্মাদনা ।


আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা