কলকাতা: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল। ঘরের মাঠে সেই ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ ছিল ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) বিরুদ্ধে। কিন্তু মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধেও মাথা নীচু করে মাঠ ছাড়তে হল কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) ছেলেদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও হার মানতে হল লাল-হলুদ শিবিরকে। প্রথমার্ধের গোলে ০-১ ব্যবধানে পরাজয় ইস্টবেঙ্গলের।


অভিষেকের মঞ্চেই নায়ক ইকার গুয়ারোৎসেনা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন তিনিই। টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠ যুবভারতীতেও মুম্বই সিটি এফসির কাছে ০-১ ব্যবধানে হেরে গেল কার্লেস কুয়াদ্রাতের দল। ক্লেটন সিলভা-হীন ইস্টবেঙ্গলকে এদিন কার্যত দিশেহারা দেখাল। পিটার ক্র্যাটকির প্রশিক্ষণাধীন দল যে আরও বড় ব্যবধানে জেতেনি, সে জন্য ভাগ্যকে ধন্যবাদ দিতে পারে লাল-হলুদ শিবির।


কিক অফের পর থেকেই মুম্বই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে। দু’টো উইং ব্যবহার করে মুম্বইয়ের ফুটবলারেরা একের পর এক আক্রমণ তুলে আনেন ইস্টবেঙ্গল বক্স লক্ষ্য করে। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলা কুয়াদ্রাতের ছেলেরা যে সুযোগ একদম পাননি, তা নয়। কিন্তু কেউই সুযোগ কাজে লাগাতে পারলেন না। প্রথম ১০ মিনিট সমানে সমানে লড়াই হলেও ম্যাচ যত গড়িয়েছে, খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুম্বই।


 






প্রথমার্ধের ২৪ মিনিটের ইস্টবেঙ্গল রক্ষণের ভুলেই সহজ গোল করেন ইকার। তারপর গোটা ম্যাচে চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। এই পরাজয়ের ফলে ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে মুম্বই সিটি এফসি। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওড়িশা।                                  


আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।