কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সেশন ১-এর ফল প্রকাশিত হয়েছে। এবারে মোট ১১ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দেয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে সকলের এনটিএ স্কোর প্রকাশ করা হয়েছে। তাতেই এবার ১০০ মার্কস পেয়েছে ২৩ জন। সারা দেশে ১১ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে ২৩ জন শীর্ষস্থান দখল করেছে।
প্রথম হয়েছেন ২৩ জন
জয়েন্ট এন্ট্রান্সের সেশন ১ (JEE Main 2024 Session 1 result) পেপার ১ (বি.ই/বি.টেক) পরীক্ষায় ২৩ জন প্রথম হয়েছে। ছেলেদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন আরভ ভাট। মেয়েদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে দ্বিজা ধর্মেশকুমার প্যাটেল।
কোন রাজ্যে কতজন টপার?
কোন রাজ্যে কতজন টপার রয়েছে, তারও একটি তালিকা পাওয়া গিয়েছে। তেলেঙ্গানায় ৭ জন, হরিয়ানায় ২ জন, অন্ধ্রপ্রদেশে ৩ জন, তামিলনাডুতে ১ জন, দিল্লিতে ২ জন, মহারাষ্ট্রে ৩ জন, রাজস্থানে ৩ জন, গুজরাটে ১ জন, কর্ণাটকে ১ জন।
চলতি বছর মোট ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়। অসমিয়া, বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দুতে পরীক্ষা হয়েছিল।
কোন শ্রেণির কতজন পড়ুয়া
২৩ জন পরীক্ষার্থীর মধ্য়ে ১৯জনই অসংরক্ষিত শ্রেণির পড়ুয়া। বাকি চারজন ওবিসি শ্রেণিভুক্ত। এছাড়াও, দুই জন ইকোনমিক্যালি উইকার সেকশনের পরীক্ষার্থী ৯৯.৯৯ এনটিএ স্কোর পেয়েছেন। অন্যদিকে এসসি ও এসটি-এর একজন করে পরীক্ষার্থী ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করেছে।
ছয়টি প্রশ্ন ড্রপ করে দেয় এনটিএ
জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় সব শিফট থেকে ছয়টি প্রশ্ন ড্রপ করা হয়। প্রতি প্রশ্নের কোনও শর্ত ছাড়াই ৪ মার্কস পাবে পড়ুয়া। অর্থাৎ ওই প্রশ্নের উত্তর না লিখলেই মার্কস দেওয়া হবে।
JEE অ্যাডভান্সে কারা আবেদন করতে পারবেন ?
জয়েন্টের এন্ট্রান্সের অ্যাডভান্স পরীক্ষায় আবেদন করতে হলে প্রথম ২,৫০০০০-এর মধ্যে থাকতে হবে। এমনটাই রয়েছে জয়েন্টের নির্দেশিকায়। সব ক্যাটেগরিকে ধরেই এই র্যাঙ্কিং করা হবে। র্যাঙ্কিং হবে পার্সেন্টাইলের ভিত্তিতে। ০ থেকে ১০০ পর্যন্ত এই পার্সেন্টাইল গণনা করা হয়। সেই ভিত্তিতে প্রতিটি পরীক্ষার্থী র্যাঙ্ক পাবেন।
কীভাবে দেখা যাবে রেজাল্ট ?
- পরীক্ষার্থীদের জয়েন্ট এন্ট্রান্সের মূল সাইটে যেতে হবে।
- সেখানে গেলেই একটি লগইন পেজ দেখা যাবে।
- ওই পেজে নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিতে হবে।
- তাহলেই স্কোরকার্ড দেখা যাবে।
আরও পড়ুন - JEE Main 2024 Result: জয়েন্টের ফাইনাল অ্যানসার কি প্রকাশিত, আজ কখন ফল ঘোষণা ? কীভাবে দেখবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI