নয়াদিল্লি: সম্প্রতি বলিউত তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) টিমের তরফে একটি বিবৃতি জারি (Clarification Statement) করা হয়েছে যেখানে কাতার (Qatar) থেকে নৌসেনা আধিকারিকদের (Naval Officers) মুক্তিতে তাঁর সাহায্যের প্রসঙ্গে পরিষ্কার করে জানানো হয়েছে। মঙ্গলবার কিং খানের ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani) একটি বিবৃতি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানে স্পষ্ট লেখা আছে, শাহরুখ খানের টিম কাতার থেকে নৌবাহিনীর প্রাক্তন আধিকারিকদের মুক্তির সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছে এবং এই দাবি "ভিত্তিহীন" (“unfounded”) বলে অভিহিত করেছে।
বিবৃতিতে সমস্ত দাবি 'অস্বীকার' টিম শাহরুখ খানের
পূজা দাদলানির শেয়ার করা বিবৃতিতে লেখা হয়, 'কাতার থেকে ভারতের নৌসেনার আধিকারিকদের মুক্তির ক্ষেত্রে শাহরুখ খানের সক্রিয় ভূমিকার বিষয়ে প্রতিবেদনের ব্যাপারে, শ্রী শাহরুখ খানের কার্যালয় জানাচ্ছে যে তাঁর জড়িত থাকার এই ধরনের দাবি ভিত্তিহীন, এই সফল কার্যকলাপ বাস্তবায়ন সম্ভব শুধুমাত্র ভারত সরকারের উপর নির্ভর করে এবং দ্ব্যর্থহীনভাবে এই বিষয়ে মিস্টার খানের অংশগ্রহণ অস্বীকার করে।'
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, 'তাছাড়াও কূটনীতি এবং রাষ্ট্রের সঙ্গে জড়িত সমস্ত বিষয় আমাদের অত্যন্ত দক্ষ নেতারা সর্বোত্তমভাবে সম্পাদন করেন। মিস্টার খান, অন্যান্য অনেক ভারতীয়দের মতো, নৌসেনা আধিকারিকেরা নিরাপদে বাড়ি ফিরে আসায় খুশি এবং তাদের শুভকামনা জানিয়েছেন।'
আরও পড়ুন: Valentine's Day 2024: প্রেমের সপ্তাহে জমজমাট আয়োজন, একাধিক ধারাবাহিকে 'লভ কাল পরশু' উদযাপন
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, শাহরুখ খান ২০২৩ সালে ঝড় তুলেছিলেন বক্স অফিসে। পরপর তিন তিনটি সুপারহিট ফিল্ম তাঁর বক্স অফিসকে ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে 'পাঠান', সেপ্টেম্বরে 'জওয়ান' ও ডিসেম্বরে 'ডাঙ্কি'। দর্শকদের বিপুল ভালবাসা পেয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি একাধিক সাক্ষাৎকারে। এরপর শোনা যাচ্ছে বলিউডের বাদশাহ হাত মেলাবেন 'কেজিএফ' তারকা যশের সঙ্গে, আসন্ন ছবি 'টক্সিক'-এ। তবে এই ব্যাপারে নির্মাতাদের তরফে কোনও নির্দিষ্ট ঘোষণা করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।