কলকাতা: ২০ লাখ বাজেট। পছন্দ টেসলার গাড়ি? অবাক হবেন না। ভারতেই এমনটা পাবেন আপনি। তবে আর মাত্র কয়েকটা বছর অপেক্ষা করতে হবে। তার আগেই ভারতে পাবেন টেসলার গাড়ি। ভারতে বাজার করতে চাইলে টেসলা আর তার জন্য  তাদের CBU প্রোডাক্ট সামনে রাখছে তারা। Tesla Model 3, Tesla Model Y- থাকতে পারে ভারতের বাজারে। যার দাম মোটামুটি ৬০ লক্ষ টাকার আসপাশে থাকতে পারে। যদি করের ক্ষেত্রে ছাড় (Tax Cut) মেলে তাহলে দাম আরও একটু কমতে পারে।


যতই দাম কম হোক, টেসলা তো বটেই। তাই টেসলার সবচেয়ে কমদামি মডেল Tesla 3-ও একটি বিলাসবহুল গাড়ি হতে চলেছে। যা প্রিমিয়াম সেডানের পর্যায়ে পড়বে। মনে করা হচ্ছে, Tesla Model 3, Tesla Model Y- ভারতে টেসলার বাজারের মেরুদণ্ড হতে চলেছে। আগামী বছর, আমদানি করা গাড়ি নিয়ে ভারতের বাজারে পা রাখার কথা Tesla-এর।


তাহলে কি ভারতে টেসলার গাড়ি তৈরি হবে না? ভারতে টেসলার গাড়ি তৈরি নিয়ে আগ্রহ ও কৌতূহল রয়েছে সব স্তরে। সেটাও হবে, কিন্তু তার জন্য ২০২৬ সাল হতে পারে। সেরকম হলে তবে দাম ২০ লক্ষের আসপাশে হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ লোকালাইজেশন (Localisation) এবং ভারতের মাটিতে তৈরির কারণে দাম (Price) কমবে। সেই মডেল তৈরি হতে দীর্ঘ সময় লাগবে। সেই মডেলের নাম হতে পারে Tesla Model 2, যা টেসলা মডেল থ্রি-এর নীচের সেগমেন্টে থাকবে। দাম যেমন কম হবে তেমনই মডেল থ্রি-এর তুলনায় ফিচার ও অন্য সুযোগ-সুবিধাও কম হবে।


ভারতে টেসলা (Tesla In India) তৈরি করার জন্য অন্ততপক্ষে ২ বিলিয়ন আমেরিকান ডলার (USD 2 Billion) বিনিয়োগ করতে হবে। যদিও Tesla CEO Elon Musk- ভারতে বিনিয়োগ করার বিষয়ে কথা তুলেছিলেন, ভারতেই টেসলার গাড়ি লঞ্চ করার কথা বলেছিলেন। অন্যদিকে যেহেতু EV-হবে তাই সরকারের তরফেও ভাবনাচিন্তার কথা বলা হয়েছিল। দেশে বিদ্যুৎচালিত গাড়ির চাহিদা বৃদ্ধি করার জন্য করছাড়ের ভাবনাও রয়েছে। আমদানি করা পেট্রোলচালিত গাড়ির তুলনায় আমদানি করা বিদ্যুৎচালিত গাড়ির উপর কর কমানোর কথাও ভাবা হবে বলে কথা উঠেছে ইতিমধ্যেই।


সামনেই রয়েছে Vibrant Gujarat Global Summit- সেখানেই আরও খবর মিলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এটা ঠিক যে বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গাড়ির বাজারে পা রাখতে চলেছে Tesla. 


আরও পড়ুন: পছন্দের জিনিসে বিপুল ছাড়! দিনটির নাম Black Friday! কেন জানেন?


Car loan Information:

Calculate Car Loan EMI