মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার জামবাদে শ্যুটআউট (Shootout at Jamuria)। তৃণমূলের (TMC) পার্টি অফিসের সামনে শরবত বিক্রেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেলেন যুবক। পলাতক মূল অভিযুক্ত। একজনকে আটক করেছে পুলিশ (Police)। টোটো চালকের হাতে আগ্নেয়াস্ত্র এল কী করে, উঠছে প্রশ্ন। শুরু রাজনৈতিক জল্পনা।
আসানসোল, কুলটির পর এবার ফের জামুড়িয়া। পশ্চিম বর্ধমানে ফের শ্যুটআউট। সামান্য বচসাকে কেন্দ্র করে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন শরবত বিক্রেতা যুবক। তৃণমূলের পার্টি অফিসের সামনে শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় জামুড়িয়ার জামবাদে তৃণমূলের পার্টি অফিসের সামনে টোটো রাখাকে কেন্দ্র করে চালক পরেশ ঘোষের সঙ্গে এক শরবত বিক্রেতা যুবকের বচসা বাধে। বচসা থেকে হাতাহাতি বেধে যায়। মারধর করা হয় শরবত বিক্রেতার বাবাকে।
স্থানীয়রা তখনকার মতো মিটমাট করে দিলেও, অভিযোগ, রাতে দলবল নিয়ে চড়াও হয়ে শরবত বিক্রেতাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালান টোটো চালক। অল্পের জন্য রক্ষা পান শরবত বিক্রেতা। শরবত বিক্রেতা শিবনাথ পাল বলেছেন, '২ রাউন্ড গুলি করেছে। একটা গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। আমি না বসে পড়লে গুলি মাখায় লাগত'।
কিন্তু টোটো চালকের হাতে আগ্নেয়াস্ত্র এল কী করে ? তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জামুড়িয়া থানা সূত্রে খবর, মূল অভিযুক্ত টোটো চালক পরেশ ঘোষ পলাতক। ঘটনায় জড়িত সন্দে সাগর পাল নামক বিজয়নগর এর এক বাসিন্দা কে পুলিশ আটক করা হয়েছে। মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন- শিক্ষা দুর্নীতি মামলায় ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।