কলকাতা: প্রথমে ফুটবল। তারপর হকি। ডার্বিতে (Hockey Derby) ইস্টবেঙ্গলের সময়টা ভাল যাচ্ছে না। বারবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে ধাক্কা খেতে হচ্ছে লাল-হলুদ শিবিরকে।
কলকাতা হকি লিগের ডার্বিতে জিতল মোহনবাগান। ১৯ ফেব্রুয়ারি ভেস্তে যাওয়া ম্যাচ বৃহস্পতিবার মহমেডান মাঠে ফের খেলা হল। সেখানে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান।
সবুজ-মেরুন বনাম লাল-হলুদের লড়াইয়ে এগিয়ে গোষ্ঠ পাল সরণির ক্লাবটি। আজকের হকি ডার্বিতে জয় বাগান শিবিরের ৷ কুড়ি দিন আগে বন্ধ হয়ে যাওয়া ম্যাচ, আজ বিকেল চারটেয় শুরু হয়। ১৯ ফেব্রুয়ারির ম্যাচে মোহনবাগান এগিয়ে ছিল নীতীশ নিউপেনের গোলে। তার পরেই দু’দলের সমর্থকদের ঝামেলার কারণে খেলা বানচাল হয়ে যায়। বৃহস্পতিবারের ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন রাজিন কান্দুলনা। ইস্টবেঙ্গলের গোলদাতা মাইকেল টোপনো। আগামী ১৯ মার্চ সুপার সিক্সের ম্যাচে আবার দেখা হবে দুই দলের।
এই পরাজয়ের পরেও অবশ্য সুপার সিক্সে উঠেছে ইস্টবেঙ্গল। বাকি চার দল হল বিএনআর রিক্রিয়েশন ক্লাব, পূর্ব রেলওয়ে, পুলিশ এসি এবং পাঞ্জাব স্পোর্টস। শুক্রবার থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা। মোহনবাগান মাঠে দুপুর সাড়ে ৩টেয় পূর্ব রেলের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব স্পোর্টস। বিকেল ৫টা থেকে মোহনবাগান খেলবে বিএনআরের বিরুদ্ধে। ১৯ মার্চ, সুপার সিক্সের শেষ দিন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলা হবে।
২২ বছর পর গত ১৯ ফেব্রুয়ারি কলকাতা হকি লিগে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দীর্ঘ দিন পর এবার হকি দল গড়ে খেলছে মোহনবাগান। সেই ম্যাচ নিয়ে বহু আগে থেকেই প্রতীক্ষা শুরু হয়েছিল। তবে সেদিন অশান্তির কারণে খেলা শেষ করা যায়নি। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কর্তারা ঝামেলায় জড়ান। পরে অশান্তির আঁচ পড়ে গ্যালারিতেও। মোহনবাগান গ্যালারি থেকে মাঠে ইট ছোড়া হয় বলে অভিযোগ। আহত হন কয়েকজন সাংবাদিক।
অভিযোগ, লাল-হলুদ কর্তা দেবব্রত সরকারের উদ্দেশে করে শুরু হয়ে গিয়েছিল কটূক্তি, অশ্লীল মন্তব্য। পাল্টা দিচ্ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। জবাবে মাঠে ইট-পাটকেল ছুড়তে শুরু করেছিলেন মোহনবাগান সমর্থকরা। এর পরেই পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। মাঠে নেমেছিল ঘোড়সওয়ার পুলিশ। দর্শকদের বার করে দিয়ে গোটা মাঠ খালি করে দেওয়া হয়েছিল। খেলোয়াড়রা ঝামেলা শুরু হতেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। ইস্টবেঙ্গল দাবি তোলে, মাঠ পুরোপুরি দর্শকশূন্য করা না হলে তারা খেলতে নামবে না। পাল্টা মোহনবাগান সমর্থকরা যুক্তি দেন, হারছিল বলেই খেলতে নামবে না বিপক্ষ ক্লাব।
সেই ম্যাচই সম্পূর্ণ করা হল বৃহস্পতিবার।