কলকাতা: ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ বদলালেও, ভাগ্য বদল হল না লাল হলুদের। শুক্রবার (৪ নভেম্বর) চেন্নাইয়িনের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল (EBFC vs CFC)। শেষ পর্যন্ত মরিয়া লড়াই করেও, খালি হাতেই যুবভারতীয় ছাড়তে হল ইস্টবেঙ্গলকে। অপরদিকে, এ মরসুমে এটিকে মোহনবাগানকে যুবভারতীতে হারানোর পর, ইস্টবেঙ্গলকেও কলকাতার মাটিতেই হারিয়ে তিন পয়েন্ট পেল চেন্নাইয়িন। ৬৯ মিনিটে ভাফা হাকামানেশি ম্যাচের কর্নার থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন।


গোলশূন্য প্রথমার্ধ


এদিন ডার্বি ম্যাচের থেকে একাদশে কোনওরকম বদল ঘটনানি লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন। ম্যাচের শুরুটা ইস্টবেঙ্গলই বেশি ভাল করে। জর্ডন ও'ডোহার্টি মাত্র দুই মিনিটেই চেন্নাইয়নিনের বক্সে বেশ খানিকটা ফাঁকা জায়গা পেয়ে যান। তবে ফালাও ডিয়াগনে তাঁর ক্রস ব্লক করে দেন। ম্যাচের ১০ মিনিটের মাথায় পিটার সিল্সকোভিচ অনিরুদ্ধ থাপার থ্রু বল পায়ে পান। তবে তাঁর শট পোস্টে লেগেই বাইরে বেরিয়ে যায়। ম্যাচ যত গড়ায় ততই দুই দল গোল করার লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপায়। সুহের তাঁর গতি ব্যবহার করে চেন্নাইয়িনের গোল লক্ষ্য করে শট নেন। তবে তাঁর শট অল্পের জন্য গোলের বাইরে দিয়ে বেরিয়ে যায়।


প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলের হয়ে গোল করার সুবর্ণ সুযোগ পান। তবে তাঁর শটও গোলের বাইরে দিয়ে চলে যায়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কর্নার থেকে বল রহিম আলির পায়ে চলে আসে। তিনি নিজের শট গোলে রাখতে পারেননি। এই ঘটনার তিন মিনিট পরেই কমলজিৎ দুরন্তভাবে প্রশান্তের শট বাঁচিয়ে দেন। ম্যাচের গতি দেখে একসময় মনে হচ্ছিল হয়তো গোলশূন্যই শেষ হবে এই ম্যাচ। তবে ৬৯ মিনিটের মাথায় পরিবর্ত হিসাবে মাঠে নামা আকাশের সুন্দর বল থেকে প্রথম পোস্টে জোরালো হেডারে গোল করেন ভাফা।


দুই লাল কার্ড


এরপরেই নিজের সেলিব্রেশনের জন্য তাঁকে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখতে হয়। এই ঘটনার মিনিটে পাঁচেক পরে ইস্টবেঙ্গলও ১০ জনে নেমে যায়। সার্থক গোলুই অনিরুদ্ধ থাপাকে কনুই দিয়ে আঘাত করায় তিনিও লাল কার্ড দেখেন। ম্যাচে আর কোনও গোল হয়নি। এই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে চেন্নাইয়িন লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল। ইস্টবেঙ্গল দশ নম্বরে নেমে গেল। পরের শুক্রবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে লাল হলুদ বাহিনী।


আরও পড়ুন: বিশ্বকাপের আগে হঠাৎ করেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন পিকে