কলকাতা: তবে সত্যিই সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে। অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে ইস্টেবঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু এবার সেই সম্ভাবনা আরও উসকে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২ পক্ষের মধ্যে যাতে সব কিছু ঠিকঠাক এগোয়, তা দেখছেন স্বয়ং বিসিসিআইয় সভাপতি। 


কী বলছেন সৌরভ?


আইপিএলের প্লে অফের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কলকাতায়। তার জন্য এখন শহরেই রয়েছেন সৌরভ। তিনি জানিয়েছেন, ''হ্যাঁ কথা হচ্ছে। শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নয়, আরও অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তবে এই সব কিছু নিয়ে এখনই বলার মতো কিছু হয়নি। আগামী ১০-১২ দিনের মধ্যে জানা যেতে পারে কী হতে চলেছে। ওরা মালিক হিসাবেই ক্লাবে আসতে পারে।''  মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ। সেখানেই লাল হলুদ শিবিরের বিনিয়োগকারী কে হতে পারে, তা নিয়ে প্রশ্ন ওঠায় সেখানেই এই মন্তব্য করেন সৌরভ। 


আজ থেকে শুরু ইডেনে প্লে অফের লড়াই


আইপিএলের (IPL) প্লে অফ খেলতে কলকাতায় পৌঁছে গেলেন কিংগ কোহলি। আর শহরে পা রেখেই নিলেন শপথ। অধরা আইপিএল ট্রফি জেতার। যা তাঁর অধরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরও যে ট্রফির স্বাদ পায়নি।


কলকাতায় টিমহোটেলে পৌঁছেই বিরাট কোহলি (Virat Kohli) সতীর্থদের বলে দিলেন, অন্য দলের জন্য প্লে অফের যোগ্য়তা পাওয়া গিয়েছে। তবে প্লে অফে নিজেদের ম্যাচ জিততে হবে। তারপর জিততে হবে ফাইনালও।


ইডেনে মমতা


কাল ইডেনে শুরু আইপিএলের প্লে অফ। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের সামনে রাজস্থান রয়্যালস। আগামী বুধবার প্রথম এলিমিনেটরে আমনে সামনে আরসিবি ও লখনউ সুপারজায়ান্টস। আর এই দুটো ম্যাচে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল সিএবির তরফে। পাল্টা শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা।


আজ ইডেনে ঋদ্ধিমান


বিতর্কের আঁচ নেভার আগেই ইডেন গার্ডেন্সে নামছেন ঋদ্ধিমান। তবে বাংলার জার্সিতে নয়। গুজরাত টাইটান্সের হয়ে। আইপিএলের প্লে অফে খেলবেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তার আগে ফের বিতর্ক উস্কে দিলেন ঋদ্ধিমান। জানিয়ে দিলেন, ইডেন নয়, তাঁর হোমগ্রাউন্ড এখন মোতেরা।