নয়াদিল্লি: প্রতারণার অভিযোগে নাম জড়াল রাম গোপাল বর্মার (Ram Gopal Varma)। হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police) পরিচালক রাম গোপাল বর্মার বিরুদ্ধে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে ৫৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা করেছে।
রাম গোপাল বর্মার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ
'শেখরা আর্ট ক্রিয়েশন'-এর (Sekhara Art Creations) কোপ্পাড়া শেখর রাজুর (Koppada Sekhar Raju) দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে সাইবরাবাদ পুলিশ কমিশনারেটের অধীনে মিয়াপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, পরিচালক 'দিশা' সিনেমা নির্মাণের জন্য তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেই ছবি মুক্তির আগে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু টাকা শোধ করেননি।
ছবিটি ২০১৯ সালে হায়দরাবাদের কাছে একজন পশুচিকিৎসকের গণধর্ষণ এবং হত্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ঘটনায় অভিযুক্ত চারজন ব্যক্তি পরে পুলিশি এনকাউন্টারে নিহত হয়।
রাজু পুলিশকে জানিয়েছে যে কয়েক বছর আগে বন্ধু রমনা রেড্ডির মাধ্যমে বর্মার সঙ্গে পরিচয় হয়। অভিযোগকারী বলেছেন যে তিনি ২০২০ সালের জানুয়ারিতে ৮ লক্ষ টাকা এবং কয়েক দিন পরে আরও ২০ লক্ষ টাকা দিয়েছিলেন।
অভিযোগ, জনপ্রিয় চিত্র পরিচালক কথা দিয়েছিলেন যে ৬ মাসের মধ্যে টাকা শোধ করবেন। অভিযোগ অনুযায়ী, রাজুর থেকে রাম গোপাল বর্মা আর্থিক অসঙ্গতির কারণে টাকা ধার নেয়।
আরও পড়ুন: Kriti Sanon: 'ফিটনেস ওয়ার্ল্ড'-এ কৃতীর পদার্পণ, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ অভিনেত্রীর
অভিযোগে জানা গেছে যে ছবি মুক্তির সময় বা তার আগে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন রাম গোপাল বর্মা। কিন্তু অভিযোগকারী ২০২১ সালের জানুয়ারি মাসে জানতে পারেন যে ছবির পরিচালক ওই ছবির প্রযোজক নন। তাঁর কথায় পরিচালক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪১৭, ৪২০, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে রাম গোপাল বর্মার বিরুদ্ধে।