গোলশূন্য ড্র, আইলিগ জয়ের আশা শেষ ইস্টবেঙ্গলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2016 04:26 PM (IST)
কলকাতা: ইস্টবেঙ্গলের আইলিগ জয়ের আশা শেষ৷ আইলিগের শেষ হোম ম্যাচে স্পোর্টিং ক্ল্যুবের সঙ্গে গোলশূন্য ড্র৷ চ্যাম্পিয়নের দৌড় থেকে ছিটকে গেল লাল হলুদ৷ প্রথম থেকেই ছন্নছাড়া ফুটবল৷ সুযোগ তৈরি করেও সুযোগ নষ্ট৷ লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হত লাল হলুদকে৷ কিন্তু, জয় এনে দিতে পারলেন না র্যান্টি, ডং, মেহতাবরা৷ ২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল হলুদ৷