কলকাতা: ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) হকি ম্যাচ ঘিরে ময়দানে ধুন্ধুমার। অশান্ত গ্যালারি, কটূক্তি, ইট ছোড়ার অভিযোগ। আজ, রবিবার ১৯ ফেব্রুয়ারি কলকাতার দুই বড় দল হকির ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ ঘিরেই উত্তেজনা ছড়ায়।


ডার্বিতে ঝামেলা


মহামেডানের মাঠে আজ এই ডার্বি ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই ম্যাচেই দুই দলের সমর্থকরা গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে গ্যালারি থেকে মাঠে উপস্থিত ইস্টবেঙ্গল কর্তাদের কটূক্তি করার অভিযোগ করা হয়। সবুজ মেরুন সমর্থকরা ইটও ছোড়েন বলেন অভিযোগ।


প্রসঙ্গত, পরের শনিবার, ২৫ ফেব্রুয়ারি ফুটবলের মাঠেও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। দুই দলেরই এটি এবারের লিগ মরসুমের শেষ গ্রুপপর্বের ম্যাচ। ইস্টবেস্টল ইতিমধ্যেই খেতাবি দৌড় থেকেও ছিটকে গেলেও, এখনও সবুজ মেরুন সেই দৌড়ে রয়েছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে কোনদিনই লিগে দুই দলের অবস্থান বা ফর্ম খুব একটা বড় ভূমিকা নেয় না। তাই আসন্ন শনিবার দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় থাকবেন দুই দলের সমর্থকরা।


বিরাটের নজির


বিরাট কোহলি মাঠে নামা মানেই রেকর্ড। এবারও তার ব্যতিক্রম হল না। দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজের ঘরের মাঠে খেলতে নেমে ফের রেকর্ড বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান করার নজির গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোটলা টেস্টে ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১১৫ রান। সেই রান তাড়া করতে নেমে লাঞ্চের আগে রাহুলের উইকেট হারায় ভারত। লাঞ্চের পর ক্যাপ্টেন রোহিত ফিরে যান। এরপরই ক্রিজে আসেন কোহলি। ৭ রান দূরে ছিলেন বিরাট নিজের ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করার ক্ষেত্রে। 


বিরাট এক্ষেত্রে টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। ৫৭৭ ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূরণ করেছিলেন সচিন তেন্ডুলকর। সেখানে ৫৪৯ ইনিংস খেলে এই মাইলস্টোন ছুলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট ও সচিন ছাড়া এই তালিকায় রয়েছেন রিকি পন্টিং (৫৮৮), জ্যাক কালিস (৫৯৪), কুমার সাঙ্গাকারা (৬০৮) ও মাহেলা জয়বর্ধনে (৭০১)।


বিরাট প্রথম ইনিংসে ৪৪ রান করেছিলেন। সেই ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২০ রান করেই প্যাভিলিয়নে ফেরেন কোহলি। মার্ফির বলে স্টাম্প আউট হয়ে যান। যদিও তার আগেই নিজের ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করেন কিং কোহলি।


আরও পড়ুন: সেমিতে চিনের বিরুদ্ধে হার, ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় লক্ষ্যদের