শিলিগুড়ি: আগামীকাল আই লিগের ফিরতি ডার্বি। ডার্বি উত্তাপ পাহাড় থেকে সমতলে। রবিবার শিলিগুড়িতে পাল তুলবে নৌকা?  না কি জ্বলবে মশাল? আই লিগের ফিরতি ডার্বি ঘিরে কলকাতা থেকে শিলিগুড়ি ফুটবল-জ্বর। স্নায়ুর চাপ সরিয়ে সকালে শিলিগুড়িতে ফুরফুরে মেজাজে অনুশীলন দুই প্রধানের। তবে ম্যানেজার্স মিটিংয়ে মীমাংসা। দু’দলকে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


এর মধ্যেই মাঠ থেকে মাঠের বাইরে ছড়াল ডার্বি উত্তাপ। নয়া বিতর্ক। নির্ধারিত সময়ের আগেই মাঠে ঢুকে পড়ে প্র্যাক্টিস শুরু করে মর্গ্যান ব্রিগেড, এমনই অভিযোগ সবুজ মেরুন শিবিরের। এ-নিয়ে লিখিত অভিযোগও জানানো হয়েছে ফেডারেশন ও ম্যাচ কমিশনারকে।

শনিবার সবুজ মেরুনের অনুশীলনের সময় গেট খুলে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য। অনুশীলন চলাকালীনই খুনসুটি করতে দেখা যায় সনি, ডফি, কাটসুমিদের। অন্যদিকে, কোচ-ক্লাবকর্তা বিতর্ক সরিয়ে দলগত সংহতি ফেরাতে লাল হলুদের অভিনব অনুশীলন। বড় ম্যাচের আগে তুমুল স্নায়ুর চাপকে সরিয়ে রাখল দুই প্রধানই।

আই লিগে এখন দ্বিতীয় স্থানে লাল হলুদ। অন্যদিকে, ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বাগান। এই ম্যাচে বাগানের বাজি সনি, কাটসুমি, ডাফি। লাল হলুদের ভরসা ওয়েডসন, প্লাজা, মেহতাব।

ডার্বি মানেই ঘটি-বাঙালের রেষারেষি। ডার্বি মানেই ইলিশ-চিংড়ির টক্কর। ডার্বি মানেই স্নায়ুর লড়াই। আবার ডার্বি মানেই অভিনবত্ব। সেই অভিনবত্বের ছোঁওয়া শিলিগুড়িতে। দু’দলের অনুশীলনে। পাহাড়ি এলাকায় ম্যাচ হলে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ফিটনেস মাস্ক পড়ে প্র্যাক্টিস করা হয়। দুই প্রধানের অনুশীলনে এর আগে মাস্কের ব্যবহার হত না। এবার সেই রেওয়াজটা চালু করলেন বাগানের এডুয়ার্ডো। অন্যদিকে, ম্যাচের আগে বুট-চিন্তায় সনি নর্ডি। আবাহনী ম্যাচে দু’পায়ে দু রঙের বুট পড়ে খেলেছিলেন। কোনও সংস্কারের বশে? না। নর্ডি বলছেন, লাল ও সবুজ, একই ব্র্যান্ডের একই সাইজের দু’জোড়া বুট রয়েছে তাঁর। কোনটা পরে খেলতে সুবিধা, তা বুঝতেই দু’ পায়ে দু’ রঙ। এদিন অনুশীলনের সময় আবার বাগানের গেমমেকারের পায়ে সবুজ বুট।

লাল হলুদ শিবিরে চাপা উত্তেজনা। কোচ-কর্তা কলহ, ওয়েডসনের চোট থেকে, মাঝে কয়েকটা ম্যাচ হেরে পয়েন্ট খোয়ানো। এ-সব উড়িয়ে এদিন লাল হলুদ শিবিরে ফুরফুরে মেজাজ। দলগত সংহতি ফেরাতে মর্গ্যানের অভিনব অনুশীলন। চলল খুনসুটিও। টেনশন কাটানোর এই দাওয়াই রবিবার কতটা কাজে দেয়, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।