শিলিগুড়ি: কলকাতা থেকে প্রায় বিদায় নিয়েছে শীত৷ পাহাড়ে কিন্তু বেশ ঠাণ্ডা৷ শিলিগুড়িতে কনকনে শীতের আমেজেও ব্যতিক্রম কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম৷ স্টেডিয়ামজুড়ে ডার্বি উত্তাপ৷ সকাল থেকেই হাল্কা মেজাজে অনুশীলন ওয়েডসন-প্লাজা-রবিন সিংহদের৷ সনি-ডাফি-জেজেরা কিন্তু রীতিমত সিরিয়াস৷
দু’দলই এদিন সিচুয়েশনাল প্র্যাক্টিস করেছে৷ শিলিগুড়ির মাঠে ঘাস কম৷ খেলতে অসুবিধা হতে পারে ফুটবলারদের৷ কিন্তু, ডার্বি-উন্মাদনার কাছে তো সে-সব তুচ্ছ৷
শিলিগুড়ি ইস্টবেঙ্গলের ঘরের মাঠ৷ অগুনতি ভক্ত৷ মোহনবাগান সমর্থকও নেহাত কম নয়৷ চড়ছে প্রত্যাশার পারদ৷ স্নায়ুর চাপ সরাতেই ডাফিদের কানে ২৪ ঘণ্টা হেডফোন৷
ডার্বি ডুয়েলের গনগনে আঁচের মধ্যে দুই কোচের গলায় নিপাট পেশাদারিত্ব৷ লক্ষ্য শুধু তিন পয়েন্ট৷ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কাটসুমি৷ ৯০ মিনিটে সেরাটা উজাড় করে দেবেন, বলছেন মেহতাবও৷
যুদ্ধক্ষেত্র প্রস্তুত৷ অপেক্ষা আর কয়েক ঘণ্টার৷ ডার্বি ডুয়েলে বাজিমাত কার? উত্তরটা মিলবে রবিবার বিকেলেই।
রাত পোহালেই ডার্বি, শিলিগুড়িতে উত্তেজনা তুঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2017 08:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -