মুম্বই: আসন্ন টেস্ট সিরিজে ভারত যদি অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে, তাহলে অবাক হবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেছেন, ‘অস্ট্রেলিয়ার পক্ষে এই সিরিজ অত্যন্ত কঠিন হবে। আমি ক্রিকেটের বিষয়ে ভবিষ্যৎবাণী করি না। কিন্তু ভারত যদি ৪-০ ফলে সিরিজ জেতে, তাহলে আমি অবাক হব না।’

২০১২ সাল থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি ভারত। এর কারণ হিসেবে সৌরভ বলছেন, ’গত ২৫ বছর ধরে একটা বিষয়ই ঘরের মাঠে ভারতের দাপটের কারণ। সেটা হল স্পিন। একের পর এক স্পিনার উঠে আসছে এবং ভারতকে জেতাচ্ছে। আমার সময়ে ছিল অনিল কুম্বলে ও হরভজন সিংহ। এখন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। অমিত মিশ্র, যুজবেন্দ্র চাহাল, জয়ন্ত যাদবের মতো যে কোনও স্পিনারের হাতে বল তুলে দিন, সে ম্যাচ জিতিয়ে দেবে। সহজ কথা হল, ভারতের মাটিতে জয় পেতে গেলে স্পিনের বিরুদ্ধে ভাল ব্যাটিং করতে হবে এবং ভাল স্পিন বোলিং করতে হবে।’

সৌরভের নেতৃত্বে ভারতীয় দল ২০০১ সালে স্টিভ ওয়ার অপ্রতিরোধ্য দলকে ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-১ হারিয়ে দিয়েছিল। এখন বিরাট কোহলির দলই টেস্টে এক নম্বর। বর্তমান ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ। তাঁর মতে, বিরাট অসাধারণ ব্যাটসম্যান। মহেন্দ্র সিংহ ধোনি যেভাবে ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছিলেন, বিরাটও সেভাবেই সাফল্য এনে দেবেন।