কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup 2023) হারের পর ফের বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। লাল-হলুদ ডিফেন্ডার জর্ডন এলসি (Jordan Elsy) চোট পেয়ে ছিটকে গেলেন কয়েক মাসের জন্য। গত রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের (East Bengal) রক্ষণ আগলানোর দায়িত্বে ছিলেন জর্ডন। কিন্তু ম্যাচের ৩৫ মিনিটের মাথায় হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।


তাঁর পরিবর্তে নামেন হোসে পার্দো। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও বলেছিলেন, জর্ডনের চোট গুরুতর বলেই মনে হচ্ছে। সোমবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে এই সময়ে ক্লাব তাঁকে সবরকম ভাবে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।


ডুরান্ড কাপে যথেষ্ট ভাল পারফরম্যান্সের পর যখন আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের জন্য প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছিলেন কুয়াদ্রাত, তখন এই দুঃসংবাদ তাঁকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। যদিও তাদের রক্ষণে আরও এক বিদেশি ডিফেন্ডার পার্দো রয়েছেন। এখন তাঁকেই হরমনজ্যোৎ সিং খাবরা, মন্দার রাও দেশাইদের সঙ্গে রক্ষণ সামলাতে হবে।


 






এ লিগের ক্লাব পারথ্ গ্লোরি থেকে ইস্টবেঙ্গলে এসেছেন এলসি। অ্যাডিলেড থেকে উঠে আসা ২৯ বছর বয়সী এই ফুটবলার ২০১৫-১৬ মরশুমে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে এ লিগের চ্যাম্পিয়নশিপ খেতাব ও প্রিমিয়ারশিপ খেতাব জেতেন। এ ছাড়া ওই ক্লাবের হয়েই ২০১৮ ও ২০১৯-এ অস্ট্রেলিয়া কাপও জেতেন তিনিই। অ্যাডিলেডের ক্লাবের ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত খেলেন তিনি। তার পরে নিউক্যাসল জেটসে সই করেন।


নিউক্যাসলের ক্লাবে দুই মরশুমে ৩৫টি ম্যাচ খেলার পরে এ বছর জানুয়ারিতে পার্থ গ্লোরিতে যোগ দেন এলসি। এ লিগে খেলার সময়ও দু-দু’বার তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। এ বারের চোট সেই একই জায়গায় কী না, জানা যায়নি। তবে চোট সারিয়ে যে মাঠে ফিরতে যে তাঁর কয়েক মাস লাগবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। হয়তো আসন্ন আইএসএলের মাঝামাঝি অথবা শেষ দিকে দলে যোগ দেবেন তিনি।


আরও পড়ুন: ঘোষিত হয়ে গেল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল