কটক: চেন্নাই সিটি এফসি ৩-১ গোলে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে দেওয়ায় মাঠে নামার আগেই শেষ চারে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু একগুচ্ছ সুযোগ নষ্ট করার খেসারত দিয়ে আইজল এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপে দ্বিতীয় হল লাল-হলুদ ব্রিগেড। ফলে সেমিফাইনালেই ডার্বির সম্ভাবনা প্রবল।


মোহনবাগান এখন গ্রুপ বি-র শীর্ষে। আগামীকাল বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে বিশাল ব্যবধানে না হারলে সনি, জেজেরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাবেন। ফলে ২০১০ সালের ফেড কাপ ফাইনালের পর এবার ফের কটকে বাঙালির সবচেয়ে বড় আবেগ, মর্যাদার লড়াই দেখা যাবে।

কার্ড সমস্যার জন্য এই ম্যাচে ছিলেন না মেহতাব হোসেন ও গুরবিন্দর সিংহ। ফলে আজ ইস্টবেঙ্গল দলে কয়েকটি বদল হয়। শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। কিন্তু উইলিস প্লাজা, বিকাশ জাইরুরা গোলের সুযোগ নষ্ট করতে থাকেন। ফলে শেষপর্যন্ত ড্র হয়ে যায়। আইজল তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হল। ইস্টবেঙ্গল তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হল।