শিলিগুড়ি: বড় ম্যাচের ঠিক পরের খেলাতেই পয়েন্ট খোয়ানোর চিরাচরিত ‘রোগ’ আজও সারল না ইস্টবেঙ্গলের। মোহনবাগানের বিরুদ্ধে গোলশূন্যভাবে খেলা শেষ করার পরে আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্খা স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে পিছিয়ে পড়ে শেষপর্যন্ত ১-১ ড্র করল ট্রেভর জেমস মর্গ্যানের দল। ২০ মিনিটেই স্যামুয়েল লালমুয়ানপুইয়ার গোলে এগিয়ে যায় লাজং। প্রথমার্ধের শেষমুহূর্তে সেই গোল শোধ দেন উইলিস প্লাজা। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি।
৯ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে এখনও আই লিগের শীর্ষেই আছে ইস্টবেঙ্গল। তবে শিলিগুড়িতে দুটি ম্যাচে চার পয়েন্ট হারানোর খেসারত পরে দিতে হবে পারে লাল-হলুদ ব্রিগেডকে।
এদিন শুরু থেকেই চার বিদেশি নিয়ে খেলা শুরু করে ইস্টবেঙ্গল। এবারের আই লিগে প্রথম। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। নবাগত বিদেশি স্ট্রাইকার ক্রিস পাইন প্রথম দিন নজর কাড়তে ব্যর্থ হলেন। তাঁকে তুলে পরে রবিন সিংহকে নামাতে বাধ্য হন মর্গ্যান। এদিনই চোট সারিয়ে দ্বিতীয়ার্ধে গুরবিন্দর সিংহের পরিবর্ত হিসেবে নামেন নির্ভরযোগ্য স্টপার অর্ণব মন্ডল। শেষদিকে নিখিল পূজারীর বদলে রোমিও ফার্নান্ডেজকেও নামান লাল-হলুদ কোচ। কিন্তু তাতেও জয় এল না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
লাজংয়ের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল
Web Desk, ABP Ananda
Updated at:
15 Feb 2017 08:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -