কলকাতা: এই মাসেই ডুরান্ড কাপের মাধ্যমে শুরু হতে চলেছে এ বছরের ভারতীয় ফুটবল মরসুম। তার আগে জোরকদমে দল সাজাতে লেগে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। বৃহস্পতিবার (১১ অগাস্ট) আরও তিন নতুন ফুটবলারকে সই করাল লাল হলুদ।


নতুন তিন


সরকারিভাবে মাসের শুরুতেই ইমামির সঙ্গে চুক্তিপত্রে সই করেছে ইস্টবেঙ্গল। তারপরের দিনই একসঙ্গে ১৩জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল লাল হলুদ। পবন কুমার, সার্থক গলুই, মহম্মদ রাওকিপ, জেরি লালরিনজুয়ালা, সৌভিক চক্রবর্তী, অঙ্কিত মুখোপাধ্যায়, অনিকেত যাদব, অমরজিৎ সিংহ, মোবাসির রহমান, ভিপি সুহের, আঙ্গুসানা, প্রীতম সিংহ ও নাওরেম মহেশ সিংহকে একসঙ্গে চুক্তিবদ্ধ করেছিল ইস্টবেঙ্গল। এবার আরও তিন ফুটবলার, কমলজিৎ সিংহ (Kamaljit Singh), সুমিত পাসি (Sumit Passi) ও লালচুঙ্গনুঙ্গাকে কে চুক্তিবদ্ধ করা হল। এই তিন ফুটবলারকে সই করার কথা ইমামি ইস্টবেঙ্গলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।


সুমিত পাসিকে ফ্রি এজেন্ট হিসাবে রাউন্ডগ্লাস পঞ্জাব থেকে সই করানো হয়েছে। তিনি একাধিক জায়গায় খেলতে অভ্যস্ত। ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ভারতীয় কোচ থাকাকালীন, তিনি জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আটটি ম্যাচও খেলেছেন। তাই পূর্বপরিচিত এই ২৭ বছর বয়সি তারকার শক্তি, দুর্বলতা সম্পর্কে কনস্ট্যান্টাইন ভালভাবেই অবগত। সেই কারণেই বহুদিন ধরেই পাসির ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল। এবার অবশেষে জল্পনা সত্যি হল।


আই লিগ ক্লাব শ্রীনিডি ডেকান থেকে দলে নেওয়া হয়েছে তরুণ ডিফেন্ডার লালচুঙ্গনুঙ্গাকে। ২১ বছর বয়সি লালচুঙ্গনুঙ্গাকে লোনে দলে যোগ দিয়েছেন। আই লিগে গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করে লালচুঙ্গনুঙ্গা মরসুমের সেরা দলেও জায়গা করে নিয়েছিলেন। এবার সেই সুবাদেই প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। অপরদিকে, কমলজিৎ আইএসএলের পরিচিত মুখ। গত বছর পড়শি রাজ্যের ক্লাব ওড়িশা এফসির হয়ে ১২টি ম্যাচ খেলেছেন কমলজিৎ। আইএসএলে খেলা মোট ম্যাচের সংখ্যা ৪৪।


অভিজ্ঞ গোলকিপার


ইস্টবেঙ্গল কমলজিৎ-এর রিলিজ ক্লজ দিয়ে ওড়িশা থেকে তাঁকে দলে এনেছে। এ মরসুমে তাঁর লাল হলুদের প্রথম গোলকিপার হওয়ার সম্ভাবনা প্রবল। জাতীয় দলের হয়েও অতীতে ডাক পেয়েছেন এই ২৬ বছর বয়সি গোলকিপার। তাই তাঁর ক্ষেত্রে অভিজ্ঞতার কমতি নেই। তবে এই সবের মধ্যেও একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রশ্নটা হল বিদেশি ফুটবলারদের কবে সই করাবে ইস্টবেঙ্গল। একঝাঁক ভারতীয় ফুটবলার সই করলেও, এখনও কিন্তু সরকারিভাবে একজন বিদেশিও লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। 


আরও পড়ুন: কলকাতায় পৌঁছে গেলেন কনস্ট্যান্টাইন, শক্তিশালী দলগঠন শুরু করে দিল ইস্টবেঙ্গল