কলকাতা: সদ্যই ইস্টবেঙ্গলের (East Bengal) ওপর থেকে দলবদলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে নতুন খেলোয়াড়দের দলে নিতে পারবে লাল হলুদ। সেই সুযোগ কাজেও লাগাল কলকাতার ক্লাবটি। ইস্টবেঙ্গল ইংল্যান্ডের স্ট্রাইকার জেক জার্ভিসকে (Jake Jervis) দলে নিল।
অবশেষে সই
বহুদিন আদেই জেকের সঙ্গে ইস্টবেঙ্গলের ব্যক্তিগত স্তরে কথাবার্তা হয়ে গিয়েছিল। তিনি প্রায় মাসখানেক দলের সঙ্গেই ছিলেন। তবে দলের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় কিছুতেই ইংল্যান্ডের ফরোয়ার্ডকে সরকারিভাবে দলে নিতে পারছিল না লাল হলুদ। তবে সেই সুযোগ আসলে আর দেরি করেনি বাংলার ক্লাব। শুক্রবারই ইস্টবেঙ্গলের তরফে সরকারিভাবে জেককে সই করানোর কথা জানানো হয়। ব্রাজিলিয়ান এলিয়ান্দ্রোর বদলে জার্ভিসকে দলে নেওয়া হল। বিগত দুই বছর তিনি ফিনল্যান্ডে খেলেছেন। এছাড়া প্লাইমাউথ, বার্মিংহাম সিটির মতো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
খুশি কোচ
নতুন স্ট্রাইকার দলে যোগ দেওয়ায় খুশি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও। তিনি বলেন, 'জেক আমাদের দলে যোগ দেওয়ায় আমি খুবই খুশি। অক্টোবর থেকে ওকে দলের নেওয়ায় চেষ্টা করছিলাম আমি। ও আমাদের হয়ে ফরোয়ার্ডে খেলবে এবং ক্লেটনকে (সিলভা) নিজের স্বাভাবিক খেলা খেলার কিছুটা সুযোগও করে দেবে এবং হ্যাঁ, আমাদের হয়ে আরও গোল করবে।' জার্ভিস ইস্টবেঙ্গলের বাকি লিগ ম্যাচের পাশাপাশি আসন্ন সুপার কাপেও ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন।
ক্রীড়ামন্ত্রী ওয়াহাব
২০২০ সালের পর থেকে আর পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি ওয়াহাব রিয়াজকে (Wahab Riaz)। অবশ্য তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। এরই মাঝে পঞ্জাব প্রদেশের দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী (Caretaker Sports Minister) নির্বাচিত হলেন ওয়াহাব।
২০২০ সালের পর থেকে আর পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি ওয়াহাব রিয়াজকে (Wahab Riaz)। অবশ্য তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। এরই মাঝে পঞ্জাব প্রদেশের দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী (Caretaker Sports Minister) নির্বাচিত হলেন ওয়াহাব।
আরও পড়ুন: লিগ শীর্ষে থাকা আর্সেনালকে এফএ কাপ থেকে ছিটকে দিল ম্যান সিটি