কলকাতা: আজ প্রথমবার আইএসএলে দর্শকভর্তি স্টেডিয়ামে কলকাতা ডার্বি (Kolkata Deby) অনুষ্ঠিত হতে চলেছে। বড় ম্যাচ ঘিরে উত্তেজনার বিন্দুমাত্র কমতি নেই। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই। ইস্টবেঙ্গল (East Bengal) তারকা ক্লেটন সিলভা (Cleiton Silva) ডার্বির আগের দিন সাংবাদিক সম্মলেন সরাসরি জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল নয়, এই ম্যাচে বরং চাপে থাকবে এটিকে মোহনবাগানই।


চাপ এটিকে মোহনবাগানের


সাংবাদিক সম্মলেন ক্লেটন বলেন, 'ম্যাচে ওদের ওপর চাপটা বেশি থাকবে, কারণ ওরা অনেক টাকা খরচ করে বড় বড় তারকাদের দলে সই করিয়েছে। আমরা আন্ডারডগ হিসাবে মাঠে নামব না। অবশ্য এটা ঠিক যে এখানে উপস্থিত ১০ জনের মধ্যে আটজনই বলবেন যে এটিকে মোহনবাগানই এই ম্যাচ জিতবে। তবে আমরা শনিবার সকলকে চমকে দিতে প্রস্তত।' আইএসএলে অতীতের চার ম্য়াচের প্রত্যেকটিতেই জয় পেয়েছে সবুজ মেরুন। ডুরান্ড কাপেও মরসুমের প্রথম ডার্বিতে লাল হলুদ পরাজিত হয়েছিল। তবে সেই ম্যাচ থেকে অনেক কিছু বদলে গিয়েছে বলেই মনে করছেন ক্লেটন।


তাঁর মতে তখনও ইস্টবেঙ্গল খেলোয়াড়রা তেমনভাবে অনুশীলনই করতে পারেননি। অনেকে তখনও দলে যোগও দিতে পারেননি। তবে এই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করার যথেষ্ট সময় পেয়েছে দুই দলই। তাই দুই দলেরই ম্যাচ জেতার সমান সুযোগ রয়েছে। অবশ্য বড় ম্য়াচে তাঁর ওপর বাড়তি চাপ থাকবে, এমনটা মানতে নারাজ ক্লেইটন। 'এই ম্যাচে জন্য আমার ওপর বাড়তি কোনওরকম চাপ নেই। এটা আমার কাছে খুবই সাধারণ। মাঠে নেমে আমি সবসময়ই নিজের ফুটবলটা খেলি। মাঠে ৬০-৭০ হাজার দর্শকের সামনে খেলাটা সৌভাগ্যের। ম্যাচে ভাল পারফর্ম করার জন্য এই সমর্থনটা বাড়তি উদ্যমের জোগান দেয়। গত দুই বছর ফাঁকা স্টেডিয়ামে খেলার থেকে তো এটা অনেক ভাল।' মত ব্রাজিলিয়ান তারকার।


তিন পয়েন্টই লক্ষ্য়


শুক্রবার সাংবাদিক বৈঠকে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টান্টাইনের কাছে জানতে চাওয়া হয়েছিল কলকাতা ডার্বি নিয়ে আপনার চিন্তা-ভাবনা কী রকম? লাল-হলুদ কোচ বলেন, 'আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বিশেষ ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। ওরা ভাল দল। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা পুরো তিন পয়েন্ট পাওয়ারই চেষ্টা করব। আমরা এখানে জিততেই এসেছি। ডার্বিতে ফর্মই শেষ কথা নয়। সারা সপ্তাহ ভাল প্রস্তুতি নিয়েছি আমরা। শনিবারের ম্যাচে তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।'


আরও পড়ুন: আইএসএলে প্রথমবার কলকাতায় মুখোমুখি ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান, কখন, কোথায় দেখবেন ম্যাচ?