কলকাতা: আজ বড় ম্যাচ। আইএসএলে প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (ATK Mohun Bagan vs East Bengal) ম্যাচটি। বিগত দুই মরসুমে আইএসএলে কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলা হলেও, তা ঘরের থেকে অনেকটাই দূরে, গোয়ায়া ফাঁকা গ্যালারিতে আয়োজিত হয়েছিল। তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই মাঠে ফিরেছেন দর্শকরা। আগের মতোই নিজেদের শহরে নিজেদের মাঠে ম্যাচ খেলছে দলগুলিও।


প্রথমবার আইএসএলে কলকাতায় দর্শকদের সামনে মুখোমুখি হবে দুই কলকাতা জায়ান্ট। এই ম্যাচ ঘিরে তাই স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে। লাল হলুদ ও সবুজ মেরুন, উভয় দলই নিজেদের গত ম্যাচে জয় পেয়ে ভাল ফর্মে রয়েছে। শনিবার তাই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। অবশ্য পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। আইএসএলে চারটি বড় ম্যাচের প্রত্যেকটিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। হতাশাই হাতে লেগেছে ইস্টবেঙ্গলের। তবে ডার্বিতে অতীতের পরিসংখ্যান কখনই তেমন গুরুত্ব পায় না। এখন অপেক্ষা সন্ধ্যা হওয়ার। 


এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ কবে?
আজ, ২৯ অক্টোবর, শনিবার এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, কলকাতা ডার্বিতে একে অপরের মুখোমুখি হবে।


কোথায় হবে খেলা?


সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে এই ম্যাচটি।


কখন শুরু এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টায় ম্যাচটি শুরু হবে। 


কোথায় দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের কলকাতা ডার্বি দেখতে পারবেন। 


এক পয়েন্ট নয়, লক্ষ্য তিন


শুক্রবার সাংবাদিক বৈঠকে কনস্টান্টাইনের কাছে জানতে চাওয়া হয়েছিল কলকাতা ডার্বি নিয়ে আপনার চিন্তা-ভাবনা কী রকম? লাল-হলুদ কোচ বলেন, 'আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বিশেষ ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। ওরা ভাল দল। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা পুরো তিন পয়েন্ট পাওয়ারই চেষ্টা করব। আমরা এখানে জিততেই এসেছি। ডার্বিতে ফর্মই শেষ কথা নয়। সারা সপ্তাহ ভাল প্রস্তুতি নিয়েছি আমরা। শনিবারের ম্যাচে তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।'


আরও পড়ুন: কাল আইএসএলের ডার্বি, আবেগকে নিয়ন্ত্রণ করতে চান বাগান কোচ