কলকাতা: পরপর দুই ম্যাচ হারের পর গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। অ্যাওয়ে ম্যাচে ১-০ স্কোরালইানে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পায় লাল হলুদ বাহিনী। আজ ঘরের মাঠ সল্টলেক স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে (EBFC vs OFC) সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই ফের মাঠে নামছে লাল হলুদ। 


ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ কবে?
আজ, ১৮ নভেম্বর, শুক্রবার ওড়িশার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।


কোথায় হবে খেলা?


কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচটি।


কখন শুরু ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টায় ম্যাচটি শুরু হবে। 


কোথায় দেখা যাবে ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ওড়িশা এফসি এফসি বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে পারবেন। 


লাল হলুদ কোচের বক্তব্য


ওড়িশা এফসির বিরুদ্ধে ইতিহাস ভুলে বর্তমানেই নজর রাখতে চান লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলেনে তিনি বলেন, 'সবচেয়ে বড় ইতিবাচক দিক হল গোল না খেয়ে জেতা। আমরা গত ম্যাচে ৯০ মিনিট ভাল পারফরম্যান্স দেখিয়েছি, যেটা আমাদের দরকার ছিল। ক্লিন শিট তার ওপর বোনাস। ওড়িশা এফসি-র বিরুদ্ধে গত মরশুমে কী হয়েছে, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা খুব ভাল দল। ওদের একজন ভাল কোচ আছে। জোসেফ জানে কোন ম্যাচে কী ভাবে দলকে খেলাতে হয়।  ওদের খেলা দেখেছি। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। ম্যাচে কত গোল হবে, আগাম বলতে পারব না। আশা করি এই ম্যাচেও গোল না খেয়ে জিতব।'


জর্ডন ও’ডোহার্টি ও অ্যালেক্স লিমার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন লাল-হলুদ শিবিরের হেডস্যার। তবে চোট রয়েছে জেরির। কনস্ট্যান্টাইন বলেছেন, 'জেরি গত ম্যাচে চোট পেয়েছে। ওর কাল খেলার ব্যাপারে আমি নিশ্চিত নই। দেখা যাক কী হয়।' প্রসঙ্গত, ছয় ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। অপরদিকে, পাঁচ ম্যাচে তিন জয়ের ফলে নয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে ওড়িশা।


আরও পড়ুন: সারেনি হাঁটুর চোট, বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন সাদিও মানে