East Bengal: ঘরের মাঠে জয়ের নায়ক নন্দ, চেন্নাইয়িন এফসি-কে হারিয়ে প্লে অফের দৌড়ে ইস্টবেঙ্গল

ISL News: বেঙ্গালুরুকে টপকে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল উঠে এল আট নম্বরে। এখন ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্টবেঙ্গলের।

Continues below advertisement

কলকাতা: আইএসএলে ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-কে (Chennaiyin FC) হারাল লাল-হলুদ বাহিনি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তবে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করে কাঙ্খিত ৩ পয়েন্ট এনে দিলেন নন্দ কুমার। এই জয়ের ফলে আইএসএলের প্লে-অফের দৌড়ে টিকে রইল তারা। বেঙ্গালুরুকে টপকে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল উঠে এল আট নম্বরে। এখন ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্টবেঙ্গলের।

Continues below advertisement

আইএসএলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে সোমবার ইস্টবেঙ্গলকে জিততেই হতো। কারণ, এর পরে টানা চারটি কঠিন ম্যাচ রয়েছে লাল-হলুদ শিবিরের। এই ম্যাচের পর ওড়িশা এফসি, গোয়া, মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরলের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। লিগের পয়েন্ট তালিকায় প্রথম পাঁচের মধ্যে রয়েছে সবক’টি দল। এর মধ্যে মোহনবাগান বাদে বাকি সবকটি অ্যাওয়ে ম্যাচ। ফলে সবই কঠিন লড়াই। তার আগে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে জয় কিছুটা উৎসাহিত করবে লাল-হলুদ শিবিরকে।

সোমবার যুবভারতী স্টেডিয়ামে সামনে একা ফেলিসিও ব্রাউনকে রেখে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। ক্লেটন‌ সিলভা নীচে নেমে খেলায় ম্যাচের একটা সময় পর্যন্ত খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত যে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন, তাতে খুশিই হবেন স্প্যানিশ কোচ। যদিও এদিন হিজাজি হলুদ কার্ড দেখায় ওড়িশার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পরের ম্যাচে নেই। যা নিঃসন্দেহে লাল-হলুদ শিবিরকে কিছুটা হলেও উদ্বেগের মধ্যে রাখবে। 

 

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটে পরিবর্তন করেন কুয়াদ্রাত। নিশু, ফেলিসিও ও রাকিপের জায়গায় তিনি নামান মন্দার, প্যান্টিচ ও বিষ্ণুকে। তাতে লাল হলুদের খেলায় ঝাঁঝ ফেরে। বিশেষ করে বিষ্ণু তফাত গড়ে দেন। গতি দিয়ে চেন্নাইয়ের রক্ষণকে চাপে ফেলে দেন তিনি। বিনো জর্জের কোচিংয়ে লাল হলুদের হয়ে নিয়মিত কলকাতা লিগ খেলে তিনি এখন অনেক পরিণত। ম্যাচের ৬৫ মিনিটে নন্দকুমারের শট বিপক্ষ ডিফেন্ডার বিকাশের পায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রাণ ফেরে লাল-হলুদ শিবিরে।

আরও পড়ুন: শব্দ শুনেই ইস্টবেঙ্গল ম্যাচের ছবি ফুটে ওঠে মানসচক্ষে, দৃষ্টিশক্তিহীন এক 'আশ্চর্য প্রদীপ'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola