Samsung Galaxy Ring: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (Mobile World Congress 2024) যা স্পেনের বার্সেলোনাতে শুরু হয়েছে, সেই ইভেন্টে নতুন একটি স্মার্ট ডিভাইস (Smart Device) নিয়ে আত্মপ্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং (Samsung)। স্মার্ট রিং (Smart Ring) এর আগে অনেক সংস্থাই লঞ্চ করেছে। তবে স্যামসাং এই প্রথম। প্রকাশ্যে এসেছে তাদের গ্যালাক্সি রিং (Galaxy Ring)। ভারতে নয়েজ এবং বোট এই দুই কোম্পানি ইতিমধ্যেই স্মার্ট রিং লঞ্চ করেছে। শাওমি সংস্থারও স্মার্ট রিং রয়েছে। তবে স্যামসাং এই প্রথম তাদের স্মার্ট রিং প্রকাশ্যে এনেছে। চলতি বছরের মধ্যেই বিভিন্ন দেশে স্যামসাং গ্যালাক্সি রিং লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। আর যেহেতু স্যামসাং সংস্থা স্মার্ট রিং- এর দুনিয়ায় পা রেখেছে তাই আগামী দিনে এই স্মার্ট ডিভাইস যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে সেই ব্যাপারেও আশাবাদী প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। মূলত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচারের দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি রিং। 


এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি রিং - এর থেকে ইউজাররা কী কী পরিষেবা পেতে পারেন


যেহেতু এই স্মার্ট রিং- এর সাহায্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজর রাখা যাবে, তার জন্য একটি নতুন অ্যাপের সাহায্য নেওয়া হবে। এই অ্যাপের নাম My Vitality Score। এই অ্যাপের মাধ্যমে শুধু যে ইউজারের বিভিন্ন হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে তাই নয়, প্রয়োজনীয় হেলথ টিপসও ইউজারদের দেবে এই অ্যাপ। তার মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন ইউজাররা। 


স্যামসাং গ্যালাক্সি ওয়াচের সঙ্গে এই নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি রিং যাতে কাজ করতে পারে সেই কাজও করছে কর্তৃপক্ষ। যেহেতু মোটামুটি ভাবে হেলথ ফিচার ট্রাকিংয়ের বিষয়টা গ্যালাক্সি রিং এবং গ্যালাক্সি ওয়াচ- দুই ডিভাইসেই থাকবে, তাই ঘুমের সময় আর স্মার্টওয়াচ পরে না ঘুমোলেও চলবে। হাতের আঙুলে গ্যালাক্সি স্মার্ট রিং থাকলেই ইউজারের স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে নজর রাখা সম্ভব হবে। এমনটাই মত স্যামসাং কর্তৃপক্ষের। 


আপাতত গ্যালাক্সি রিং শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে, এমনভাবেই তৈরি হয়েছে। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে গ্যালাক্সি রিং কবে থেকে কাজ করবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। এর পাশাপাশি স্যামসাং সংস্থা গ্যালাক্সি রিং ডিভাইসের দাম সম্পর্কেও এখনও কোনও আভাস দেয়নি। অনুমান করা হচ্ছে, নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ফোনের সিরিজের সঙ্গে হয়তো লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি রিং। বিভিন্ন সাইজে গ্যালাক্সি রিং লঞ্চ করবে স্যামসাং। তার ফলে এই স্মার্ট রিং কেনার আগে ইউজার নিজের সাইজ অনুসারে দেখে নিতে পারেন ডিভাইস। 


আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে হাজির শাওমি ১৪, কী কী ফিচার রয়েছে? ভারতে লঞ্চ কবে?