কলকাতা: কলকাতা লিগে (CFL 2023) দুই প্রধানের শুরুটা খুব ভাল হয়েছে। মোহনবাগান (Mohun Bagan SG) কলকাতা লিগের শুরুটা দারুণ করেছে। প্রথমে পাঠচক্র, তার পর টালিগঞ্জ অগ্রগামীকেও উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের পাশাপাশি মহমেডান স্পোর্টিংও কলকাতা লিগের শুরুটা করেছে দুরন্তভাবে। নিজেদের ঘরের মাঠে সিএফসি-কে উড়িয়ে দিয়েই অভিযান শুরু করেছে মহমেডান।


কিন্তু কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল শুরুতেই আটকে গেল। হতশ্রী ফুটবল খেলে লিগের লড়াইয়ে পিছিয়ে পড়ল বিনো জর্জের দল। প্রথম ম্যাচেই ড্র করে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে। তাও রেনবোর বিরুদ্ধে। যারা তুলনায় দুর্বল বলেই ধারণা। খেলার ফল গোলশূন্যই থাকল। দিশেহারা ফুটবল খেলল লাল-হলুদ শিবির। গোল করার ব্যর্থতায় ভুগতে হল।


ম্যাচের আগের দিন বিনো জর্জ বলেছেন, ‘আমরা লিগের শুরুটা ভালো করার বিষয়ে আশাবাদী। এবারের কলকাতা লিগে অসংখ্য ম্যাচ রয়েছে। যা তরুণদের নিজেদের তৈরি করতে সুবিধা হবে। ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমরা নিজেদের সেরাটাই দেব।’ 


ম্যাচে অবশ্য কোচের কথার প্রতিফলন দেখা যায়নি। বরং শুরু থেকেই দিশাহীন ফুটবল খেলল ইস্টবেঙ্গল। বিরতির আগে পর্যন্ত হতশ্রী পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। দু'-চারটে গোলের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেনি তারা। বরং রেনবো অনেক স্বচ্ছন্দ ছিল। ৪৪ মিনিটে সহজ সুযোগ চলে এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তন্ময় সুযোগ নষ্ট করেন। বিরতিতে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধেও কোনও গোল হয়নি। খেলা শেষ হয় গোলশূন্যভাবে।


২৪ ঘণ্টা আগে সাত গোল দিয়ে শুরু করেছে মহমেডান। পাঁচ গোল মোহনবাগানের। কিন্তু গোলের খাতাই খুলতে পারল না ইস্টবেঙ্গল। কলকাতার অন্য দুই প্রধান বড় জয় দিয়ে শুরু করলেও মুখ থুবড়ে পড়ল লাল হলুদ। ছন্নছাড়া ফুটবলে বৃহস্পতিবার কিশোর ভারতীতে রেনবো অ্যাথলেটিক ক্লাবের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল।


বিনো জর্জ ম্যাচের পর বলেছেন, 'আমরা হাতে প্রস্তুতির সময় পাইনি। সার্থক মাত্র দু'তিন দিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছে। আমাদের ট্রায়ালের পর পুরো দল নিয়ে অনুশীলন করার বেশি সুযোগ পাইনি। একটু সময় দিতে হবে। ভুলভ্রান্তি দেখে নিয়েছি, শুধরানোর চেষ্টা করব। আমার বিশ্বাস এই দল কলকাতা লিগ জেতার ক্ষমতা রাখে। ইস্টবেঙ্গল বহুদিন ট্রফি পায়নি। আমরা সেই লক্ষ্যেই এগব। আশা করছি একটু সময় পেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।'


আরও পড়ুন: ABP Exclusive: শেষ ওভারে রিভার্স স্যুইপ! অভিষেক টেস্টে যশস্বীর ডাকাবুকো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial