অভিমন্যু ঈশ্বরণের শতরান, রঞ্জির প্রথম দিন বাংলা ২৮৮/৩
Web Desk, ABP Ananda | 13 Oct 2016 07:49 PM (IST)
জয়পুর: এবারের রঞ্জি ট্রফি অভিযান ভালভাবেই শুরু করল বাংলা। জয়পুরে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথম দিনের শেষে মনোজ তিওয়ারির দলের রান ৩ উইকেটে ২৮৮। ১২৩ রানে অপরাজিত ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। সুদীপ চট্টোপাধ্যায় করেছেন ৭৩ এবং এদিনই অভিষেক হওয়া অগ্নিভ পানের অবদান ৫৩ রান। দলগত প্রচেষ্টাতেই দিনের শেষে বড় রানের স্বপ্ন দেখছে বাংলা। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মনোজ। দুই ওপেনার ঈশ্বরণ ও সায়নশেখর মন্ডল (৩০) শুরুটা ভালই করেন। তিন নম্বরে নেমে ঈশ্বরণের সঙ্গে ১৩২ রান যোগ করেন সুদীপ। তিনি ফিরে যাওয়ার পর ঈশ্বরণের সঙ্গে জুটি বাঁধেন অগ্নিভ। দিনের শেষে ঈশ্বরণের সঙ্গে ক্রিজে আছেন মনোজ (১)।