শিলিগুড়ি: ভারতসেরার খেতাব ধরে রাখার স্বপ্নে ফের ধাক্কা৷ শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল৷ কিন্তু, ডার্বি জয়ের গায়ে লেগে রইল একরাশ বিতর্ক৷ র্যান্টির হ্যান্ডবল সত্ত্বেও লাল হলুদকে পেনাল্টি দেওয়ায় উত্তাপ ছড়াল স্টেডিয়ামে৷ এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় সবুজ মেরুন শিবির৷ কর্নেল গ্লেনকে কার্যত বোতলবন্দি করে রাখেন বেলো রজ্জাক ও মেহতাব৷ বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন বাগানের বিশ্বকাপার৷ বারবার পড়ে যাচ্ছিলেন অফ সাইড ট্র্যাপে৷
মাঠে নর্ডির অভাব হাড়ে-হাড়ে টের পেল সবুজ মেরুন৷ ইস্টবেঙ্গলের সাফল্য ৪০ মিনিটের মাথায়৷ পেনাল্টি থেকে গোল করেন ডু ডং৷ বক্সের মধ্যে সাব্রোসা র্যান্টির শার্ট ধরে টানেন৷ ওই মুহূর্তেই হ্যান্ডবল করেন র্যান্টি৷ কিন্তু, লাল হলুদের পক্ষে পেনাল্টি দেন রেফারি সন্তোষ কুমার৷ পেনাল্টি নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷ রেফারির সঙ্গে ঝামেলায় জড়ানোয় মাঠ থেকে বের করে দেওয়া হয় বাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীকে৷
৭৫ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ালেন ডং৷ বাগান মিডফিল্ড চিরে অসামান্য গোলে দলকে এগিয়ে দিলেন ২-০-তে৷ ৮৩ মিনিটে প্রীতম কোটালের ক্রস থেকে কাটসুমির দুরন্ত হেডারে ব্যবধান কমায় সঞ্জয় সেনের দল৷ আর, ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় বাগান৷ পেনাল্টি৷ কিন্তু, সেই পেনাল্টি নষ্ট করে রাতারাতি খলনায়ক হয়ে গেলেন জেজে৷
লাল হলুদ জিতলেও পেনাল্টি বিতর্কের জল গড়িয়েছে অনেকদূর৷ রেফারি সন্তোষ কুমারের বিরুদ্ধে ফেডারেশনের কাছে চিঠি দিচ্ছে বাগান৷
পেনাল্টি ঘিরে বিতর্ক, ডার্বিতে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2016 03:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -