নয়াদিল্লি: বহুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বন্ধ। বর্তমানে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্টগুলিতেই কেবলমাত্র দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়। তবে হালে অনেক বিশষজ্ঞই নিরপেক্ষ স্থানে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ কি এবার বাস্তবায়িত হতে চলেছে?


ইংল্যান্ডে ভারত-পাকিস্তান সিরিজ?


খবর অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন করতে আগ্রহী। ইসিবির উপ-সভাপতি মার্টিন ডার্লো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এই বিষয়ে কথাবার্তাও বলেছেন। বর্তমানে পাকিস্তানে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড। এরই মাঝে ইসিবির তরফে পিসিবির সামনে এই প্রস্তাব রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে যতদূর যা শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) (BCCI) এমন সিরিজে অংশগ্রহণ করতে আগ্রহী নয়। এখন তো নয়ই। 


একজন সিনিয়ার বিসিসিআই আধিকারিক জানান, 'প্রথমত ইসিবি পাকিস্তান বোর্ডের সঙ্গে এই বিষয়ে প্রথমে কথা বলেছে, যেটা একটু বিস্ময়েরই। তবে যাই হোক না কেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকমের দ্বিপাক্ষিক সিরিজ খেলা বা না খেলার সিদ্ধান্ত বিসিসিআই নেবে না, বরং সেটা ভারত সরকারের ওপর নির্ভরশীল। বর্তমানে এমন সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। কেবলমাত্র বড় বড় টুর্নামেন্টেই আমরা পাকিস্তানের মুখোমুখি হব।' ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ সালে শেষ টেস্ট সিরিজ খেলেছিল। তারপর থেকে আর কোনওরকম টেস্ট ম্যাচ খেলেনি দুই দল। অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ২০১২ সালে শেষবার দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ খেলেছিল। তবে যা পরিস্থিতি, তাতে আপাতত এখন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত করার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।


ব়্যাঙ্কিংয়েও ভারতের উন্নতি


স্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের নামে করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আইসিসি ব়্যাঙ্কিংয়েও (ICC T20I Rankings) এই জয়ের সুফল পেল টিম ইন্ডিয়া। রেটিং পয়েন্টে উন্নতি ঘটল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের।


আইসিসির টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ভারত আগে থেকেই এক নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুবাদে টিম ইন্ডিয়ার রেটিং বেড়ে ২৬৮ হল। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের থেকে আগেই বেশ কিছুটা এগিয়ে ছিল ভারতীয় দল। বর্তমানে টিম ইন্ডিয়া শীর্ষস্থানে নিজেদের দখল আরও মজবুত করল। ইংল্যান্ডের থেকে সাত রেটিং পয়েন্ট এগিয়ে গেল ভারতীয় দল। ইংল্যান্ডও বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজেরই চতুর্থ ম্যাচে ইংল্যান্ড তিন রানে পরাজিত হওয়ায় ভারতীয় দল রেটিং পয়েন্টে আরও এগিয়ে গেল।


ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বর্তমানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুগ্মভাবে ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। তবে পাকিস্তান যদি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিন ম্যাচ জিতে যায়, তাহলে তারা ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পর্যন্ত উঠে আসতে পারে। অবশ্য ইংল্যান্ড বাকি তিন ম্যাচের একটিও যদি জিততে পারে, তাহলেই তারা দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হবে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে গতকাল থেকেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে।


আরও পড়ুন: কবে থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, কখন, কোথায় দেখবেন?