মুম্বই: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে চলে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (South Africa Cicket Team) দল। টেম্বা বাভুমার (Temba Bavuma) নেতৃত্বে খেলতে নামবে প্রোটিয়া শিবির। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলবে ২ দল। শুধু টি-টোয়েন্টি সিরিজই নয়। ওয়ান ডে সিরিজেও (One Day Series) তিনটি ম্যাচ খেলবে ২ দল।


ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সূচি


প্রথম টি-টোয়েন্টি আগামী ২৮ সেপ্টেম্বর। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ২ দল। সন্ধে ৭.৩০ থেকে খেলা শুরু হবে।


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে ২ সেপ্টেম্বর। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ২ দল। সন্ধে ৭.৩০ থেকে খেলা শুরু হবে।


তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৪ অক্টোবর হবে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা হবে। এই ম্যাচও সন্ধে ৭.৩০টায় খেলা শুরু হবে।


গতকাল প্রোটিয়াদের ভারতে আসার ছবি পোস্ট করা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'টাচডাউন ইন্ডিয়া', অর্থাৎ ভারতে পৌঁছলাম। দক্ষিণ আফ্রিকার তারকারা যে হোটেলে থাকবেন সেই হোটলের কর্মীদের ছবিতে তাঁদের বরণ করে নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতে না হতেই আরেক কড়া চ্যালেঞ্জ ভারতীয় দলের জন্য অপেক্ষা করে রয়েছে।


প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এটাই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ। এরপরেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে যাবে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা বহুদিন ধরেই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত। গতবার নিজেদের ঘরের মাঠেও ভারতকে বিশ ওভারের ফর্ম্যাটে হারিয়েছিল প্রোটিয়ারা। তাই সেই হারের প্রতিশোধ নিতে নিশ্চয়ই বদ্ধপরিকর হবে টিম ইন্ডিয়া। সেই সিরিজে অবশ্য রোহিত শর্মা খেলেননি। তিনি এই সিরিজে খেলবেন। 


নেই হার্দিক-ভুবি


২৮ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ২ অক্টোবর ও ৪ অক্টোবর যথাক্রমে গুয়াহাটি এবং ইন্দোরে সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে অবশ্য ভারতের হয়ে হার্দিক পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমারকে খেলতে দেখা যাবে না। টি-টোয়েন্টি সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। ৬ অক্টোবর থেকে শুরু সেই সিরিজ। যদিও বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ায় সেই সিরিজে রোহিত, বিরাটদের মতো তারকাদের খেলার সম্ভাবনা নেই। 


আরও পড়ুন: লন্ডনের বিলাসবহুল হোটেল থেকে চুরি ভারতীয় ক্রিকেটারের গয়নার ব্যাগ, নগদ টাকা