কলকাতা: ইডেনে সিএবি-র বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রয়াত ক্রিকেটার পঙ্কজ রায় এবং প্রয়াত প্রাক্তন সিএবি, বিসিসিআই ও আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়ার নামে গ্যালারির নামকরণ হল। আজ ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় একদিনের ম্যাচের আগে নব নামাঙ্কিত গ্যালারির উদ্বোধন হয়। পাশাপাশি, সদ্য সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়া মহেন্দ্র সিংহ ধোনিকে সংবর্ধনা দেয় সিএবি।


বিশ্বের বেশিরভাগ মাঠেই প্রাক্তন ক্রিকেটারদের নামে গ্যালারি থাকে। কিন্তু সেনাবাহিনীর অনুমতি না পাওয়ায় এতদিন ইডেনে সৌরভ, পঙ্কজদের নামে গ্যালারি করা যায়নি। এতদিন পরে অনুমতি মেলায় ক্লাব হাউসের ডানদিকে সি ব্লকটি সৌরভের নামে হল। এই ব্লকের উদ্বোধন করেন কপিল দেব। এল ব্লক হয়েছে ডালমিয়ার নামে। ডি ব্লক হয়েছে পঙ্কজের নামে। এই ব্লকের উদ্বোধন করেন সুনীল গাওস্কর।

সৌরভ জানিয়েছেন, সেনাবাহিনীর অনুমতি পেলে এরপর জেসি মুখোপাধ্যায় ও এএন ঘোষের নামেও গ্যালারির নামকরণ হবে।


এদিন লর্ডসের আদলে ঘণ্টা বাজিয়ে ম্যাচের সূচনা করেন গাওস্কর।