নয়াদিল্লি: বিস্ফোরক বল বিকৃতি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তাঁর মুখ পুড়েছে। চাঞ্চল্যকর অভিযোগে বিরাট আলোড়ন উঠেছে বিশ্ব ক্রিকেটে। এবার সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ক্রিকেট টিমের অধিনায়ক পদ ছাড়লেন ডেভিড ওয়ার্নার। সাম্প্রতিক ঘটনাবলীর জেরে অস্ট্রেলিয়ার এই দাপুটে ব্যাটসম্যান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক পদে ইস্তফা দিয়েছেন, নতুন অধিনায়কের নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে ট্যুইট করেছেন ওই দলের সিইও কে সম্মুগম।



ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করতে পারে। সেক্ষেত্রে এবারের আইপিএলে তাঁর খেলা যেমন হবে না, তেমনই এ বছরের শেষ ভারতের বিরুদ্ধে নিজের দেশের মাটিতেও খেলতে পারবেন না তিনি।
ওয়ার্নার, অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ ও ওপেনার ক্যামেরন ব্যাঙ্ক্রফট, এই ত্রয়ী বিরাট কেলেঙ্কারিতে জড়িয়েছেন কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃতির ছবি সামনে চলে আসার পর। শাস্তি অনিবার্য তিনজনেরই।
ব্যাঙ্ক্রফটকে ম্যাচের মধ্যেই স্যান্ড পেপার ঘষে বলের স্বাভাবিক চেহারা নষ্ট করতে দেখা যায়। ক্যামেরায় তা ধরা পড়ে। স্মিথ পরে স্বীকার করেন, দলের নেতৃত্ব দেওয়া গোষ্ঠী প্ল্যান করেছিল, সেই অনুযায়ী ওপেনার ব্যাঙ্ক্রফট বল বিকৃত করেন।
তিনজনকেই প্রাথমিক তদন্তের পর দেশে ফিরতে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও বিস্ময়কর ব্যাপার হল, কোচ ডারেন লেম্যানকে রেহাই দেওয়া হয় তিনি গোটা বিষয়ে জড়িত নন বলে জানিয়ে।
ওয়ার্নার নাকি বল বিকৃতির অভিযোগে নাম ওঠার পরও ড্রেসিং রুমে নাচাগানা, পার্ট করে টিমের বিরক্তির কারণ হয়ে ওঠেন।
ওয়ার্নারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্টেও। প্রতিদ্বন্দ্বী টিমের উইকেটরক্ষক কুইনটন ডি ককের সঙ্গে আগ্রাসী বাক্যবিনিময়, তাঁকে গালিগালাজ করেন তিনি।
ফুটেজে দেখা যায়, তাঁকে শান্ত করার চেষ্টা করছেন সতীর্থরা। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। আইসিসি জরিমানা করে তাঁকে।
বল বিকৃতির অভিযোগের ধাক্কায় রাজস্থান রয়্যালস টিমের অধিনায়ক পদ ছেড়েছেন স্মিথও। আইসিসি তাঁকে একটি টেস্টের জন্য নিষিদ্ধ করে।