সৌমিত্র কুমার রায়, কলকাতা: বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় পা রাখতে চলেছেন। সব কিছু ঠিক থাকতে আগামী জুলাইতেই শহরে আসতে চলেছেন ২০২২ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য অটোগ্রাফ করা গ্লাভস উপহার পাঠিয়েছেন মার্তিনেজ। ভিডিও বার্তাতে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য ভিডিও বার্তাও পাঠিয়েছেন আর্জেন্তিনার গোলরক্ষক। আইএসএল জয়ী মোহনবাগান ক্লাবেও আসবেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় মোহনবাগানের তরফে ধন্যবাদও জানানো হয়েছে মার্তিনেজকে। 


 






একটি প্রেমোশনাল ইভেন্টে অংশ নিতে শহরে আসবেন বলে জানা গিয়েছেন। কলকাতায় ২ দিন থাকবেন গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড জয়ী। উল্লেখ্য, গত বিশ্বকাপে আর্জেন্তিনার জয়ের পেছনে তেকাঠির নিচে মার্তিনেজের ভূমিকা ছিল অনস্বীকার্য। উল্লেখ্য, ৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা ফুটবল দল। এই জয়ে এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকা রয়েছে বিশাল। অতিরিক্ত সময়ে ৩-৩ স্কোরলাইনে ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। বিশ্বকাপের মঞ্চে সম্ভবত নিজের শেষ ম্যাচে অবশেষে বিশ্বখেতাব জিতলেন লিওনেল মেসি। ফাইনালে জোড়া পেনাল্টি বাঁচিয়ে ফের একবার আর্জেন্তিনার হয়ে নায়ক হয়ে উঠেন এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে বিশ্বকাপের সেরা গোলকিপার হিসাবে গোল্ডেন গ্লাভস দেওয়া হয়।


মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। তবে নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয় অধরাই রয়ে গিয়েছে। অবশ্য বিশ্বকাপ হাতছাড়া করলেও, টুর্নামেন্টে মোট আটটি গোল করে এমবাপেই গোল্ডেন বুট জিতলেন।