লন্ডন: ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায় বাতিল হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ। যা নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারেরা ভারতকে আক্রমণ করে চলেছেন। প্রাক্তন ইংরেজ পেসার স্টিভ হার্মিসন (Steve Harmison) বললেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নিজেদের পেশি শক্তি দেখিয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। তীব্র কটাক্ষ করে হার্মিসন বলেছেন, 'এ যেন সেই আমার ব্যাট, আমার বল, খেলব না, পরে দেখা হবে গোছের ব্যাপার।'


হার্মিসন জানিয়েছেন, আইপিএল ব্যবসার কথা মাথায় রেখে ভারতের টেস্ট না খেলার সিদ্ধান্ত ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী। ভারতীয় বোর্ড তড়িঘড়ি ক্রিকেটারদের ইংল্যান্ড থেকে বের করে সংযুক্ত আরব অমিরশাহিতে নিয়ে এসেছে কারণ সেখানে ছয় দিন কোয়ারেন্টিনে থাকতে হয়। সাত দিন বাদে শুরু আইপিএল। ভারতীয় বোর্ডের কাছে আইপিএলটাই অগ্রাধিকার পেয়েছে।


হার্মিসন ক্ষোভের সঙ্গে বলেছেন, 'টেস্ট ক্রিকেটের শেষের শুরু হয়ে গেল।' তিনি নিজেদের দেশের ক্রিকেট বোর্ডেরও সমালোচনা করেছেন। বলেছেন, 'নিজেদের দোষও দেখতে হবে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরাও একই আচরণ করেছিলাম।'


আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে নাম তুলে নিলেন তিন ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ডের ক্রিস ওকস, জনি বেয়ারস্টো ও ডেভিড মালান নাম তুলে নিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে। টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন বেয়ারস্টো, পঞ্জাব কিংসের হয়ে খেলেন ডেভিড মালান ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ক্রিস ওকস।


আইপিএলে খেলতে দুবাইয়ে পন্থ, অশ্বিন, রাহানেরা, থাকতে হবে কোয়ারেন্টিনে


পঞ্চম টেস্টে করোনা আতঙ্কের জেরে খেলা হয়নি। ইসিবি ও বিসিবির মধ্যে এই নিয়েই দূরত্ব তৈরি হয়। ভারতীয় টিম ম্যানেজম্যান্টের দিকে আঙুল তোলে ইসিবি। ব্যক্তিগত কারণ দেখালেও, সূত্রের খবর পিছিয়ে থাকা ইংল্য়ান্ড টিম কোনওভাবেই ওল্ড ট্র্যাফোর্ড ম্যাচ হাতছাড়া করতে চায়নি। তাই ক্ষুব্ধ হয়ে আইপিএলেও খেলতে রাজি নন তাঁরা। এরমধ্য়েই পঞ্জাব কিংসে মালানের পরিবর্ত হিসেবে প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে দলে নিয়েছে।