লন্ডন: আড়াই বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি নেই। ব্যাট হাতে রান তো আসছেই না, পরিস্থিতি আরও জটিল করে তুলেছে প্রাক্তনীদের সমালোচনা। বিরাট কোহলি (Virat Kohli) নিজে হয়তো কোনওদিন কল্পনাও করেননি যে, কেরিয়ারের এরকম কোনও সময় তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে।


কীভাবে কাটবে কোহলির খারাপ সময়? নানা মুনির নানা মত। এরই মধ্যে কোহলিকে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা অজয় জাডেজা (Ajay Jadeja)। যিনি চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যকারের কাজ করছেন।


ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা মনে করেন, কোহলির সমস্যার সমাধান করতে পারেন সচিন তেন্ডুলকর। জাডেজা বলেছেন, “আমি আট মাস আগেও এটাই বলেছি যে, বিরাট কোহলির সমস্যাটা ঠিক কোন জায়গায়, সেটা বুঝে নিয়ে সমাধানের উপায় বলে দিতে পারে সচিন তেন্ডুলকরই। সচিনই পারবে বিরাটকে সাহায্য করতে। ওদের একসঙ্গে কোথাও বসে খাওয়া-দাওয়া করা দরকার। এবং এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার।”


 




জাডেজা যোগ করেছেন, “আমার মনে হয় বিরাট এখন সচিনকে ফোন করলেই ফর্মে ফেরার সঠিক রাস্তা খুঁজে পাবে। আর ও যদি ফোন না করে, তা হলে সচিনও ফোন করতে পারে বিরাটকে। কারণ বিরাট বয়সে সচিনের থেকে ছোট। আর বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কোহলি। ফলে বড় হিসেবে সচিনও কিন্তু বিরাটকে ফোন করে ফর্মে ফেরার জন্য পরামর্শ দিতেই পারে।”


আরও পড়ুন: ও অনেকটা মিয়াঁদাদের মতো, খারাপ ফর্মের মাঝেই প্রাক্তন পাক অধিনায়কের সমর্থন পেলেন বিরাট