বার্মিংহ্যাম: এজবাস্টন টেস্টে কার্যত একার হাতে তিনি ভারতকে হারিয়ে দিয়েছেন। দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ম্যাচের সেরাও হয়েছিলেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow)।


ভারতীয় ক্রিকেটারেরা তাঁকে থামাতে স্লেজিং অস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু সেই অস্ত্রই ব্যুমেরাং হয়ে ফেরে ভারতের কাছে। বিশেষ করে বিরাট কোহলি (Virat Kohli) বেয়ারস্টোকে স্লেজিং করার পর তাঁর আক্রমণাত্মক ব্যাটিং শুরু হয়েছিল বলে আগেই খোঁচা দিয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। এবার সেই একই কথা বললেন জেমস অ্যান্ডারসন। জানালেন, ড্রেসিংরুমে কী বলেছিলেন বেয়ারস্টো।


অ্যান্ডারসন বলেছেন, 'প্রথম ইনিংসে বিরতির সময় জনি ৮০ মতো রানে অপরাজিত ছিল। বিরাট তখন ওকে খুব স্লেজিং করছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিরাট স্লেজিং করার আগে ওর স্ট্রাইক রেট ছিল ২০। পরে সেটাই দেড়শো হয়ে যায়।' অ্যান্ডারসন যোগ করেছেন, 'লাঞ্চ বিরতিতে ড্রেসিংরুমে এসে জনি প্রথমেই বলেছিল, কবে যে ওরা মুখ বন্ধ রাখতে শিখবে...'



এর আগে এজবাস্টনে ভারত টেস্ট ম্যাচ হারার পর সহবাগও ট্যুইটারে খোঁচা দিয়েছিলেন। লিখেছিলেন, 'কোহলির স্লেজিংয়ের আগে জনি বেয়ারস্টোর স্ট্রাইক রেট ছিল ২১। কোহলির স্লেজিংয়ের পর তা হয়ে দাঁড়ায় ১৫০।'



আরও পড়ুন: ছন্দে ফিরতে ভারতের ঘরোয়া ক্রিকেটে বিখ্যাত বানানা স্যুইং করা পেসারের বিরুদ্ধে প্রস্তুতি কোহলির