পারথ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার ১২-র দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ও ইংল্যান্ড (ENG vs AFG) একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড বোলিংয়ের ঝাঁঝে মাত্র ১১২ রানেই শেষ হয়ে গেল আফগানিস্তানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে অনবদ্য বোলিং করলেন স্যাম কারান (Sam Curran)। পাঁচ উইকেট নেন ইংল্যান্ডের বাঁ-হাতি বোলার। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেও অবশ্য হ্যাটট্রিক করতে পারেননি তিনি।
ব্যর্থ আফগান মিডল অর্ডার
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আফগান ওপেনাররা কেউই বড় রান করতে পারেননি। রহমানুল্লাহ গুরবাজ ১০ ও হজরতুল্লাহ জাজাই ৭ রানেই আউট হন। ইব্রাহিম জাদরান তিন নম্বরে ব্যাট করতে নেমে আফগান ইনিংসকে স্থিরতা প্রদান করার চেষ্টা করেন। তবে তিনিও ৩২ বলে ৩২ রান করেই আউট হন। রানের গতি বাড়াতে ব্যর্থ হন জাদরান। উসমান ঘানিও সমসংখ্যক বলে ৩০ রান করে। এরপরেই আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামে। এদিন সম্পূর্ণ ব্যর্থ আফগানদের লোয়ার মিডল অর্ডার।
কারানের পাঁচ উইকেট
অধিনায়ক মহম্মদ নবি মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন। ছয় নম্বর থেকে ১১ নম্বরে ব্যাটে নামা কোনও আফগান তারকাও দুই অঙ্কের রান করতে পারেননি। স্যাম কারান ও মার্ক উডের দাপটে পর পর উইকেট হারায় আফগানিস্তান। মাত্র ২১ রানে আফগানিস্তানের শেষ ছয় উইকেট পড়ে। স্যাম কারান মাত্র ১০ রানে পাঁচ উইকেট নেন। বেন স্টোকস ও উড উভয়েই দুইটি করে উইকেট নেন। ১১২ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ম্যাচ জিততে ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপের সামনে লক্ষ্য মাত্র ১১৩ রান। এদিন ইংল্যান্ডের ফিল্ডিং এবং ক্যাচিং বিশেষ নজর কাড়ে।
বিশ্বকাপের সুপার ১২-র প্রথম ম্যাচেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত করল গত বারের রানার্স আপ নিউজিল্যান্ড (AUS vs NZ)। নিউজিল্যান্ডের ২০০ রানের জবাবে মাত্র ১১১ রানেই অল আউট হয়ে গেল অজিরা। নিউজিল্যান্ডের ম্যাচের নায়ক ডেভন কনওয়ে ও টিম সাউদি।নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে অনবদ্য ৯২ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে (Devon Conway)। বল হাতে সাউদি মাত্র ছয় রানের বিনিময়ে তিন উইকেট নেন।
আরও পড়ুন: দুরন্ত ছন্দে সূর্যকুমার, তাও ভারতীয় তারকাকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন প্রাক্তন পাক অধিনায়ক